বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

কুরআনের এক যাদুকরের চিরবিদায়.


বিশ্ব বিখ্যাত ক্বারী রাগেব মুস্তফা গালওয়াশ দীর্ঘ দিন যাবত অসুস্থ থাকার পরে আজ সকালে তনতার এক হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন৷إنا لله وإنا إليه راجعون মৃত্য কালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর৷ আজ বাদ আসর গরীবা জেলার অন্তর্গত নিজ গ্রাম বারমাতে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে৷ তিনি মিশরের ইতিহাসে সব চেয়ে কম বয়সে إذاعة القرآن এর ক্বারী হিসেবে নির্বাচিত হনএবং ক্বারী সমিতির অন্যতম সদস্য ছিলেন৷ এছাড়াও পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন৷ গত ৩০ বছর যাবত মাহে রমাদানুল মোবারকে পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে কুয়েত, সউদী, দুবাই ইত্যাদি দেশ সফর করে কুরআনের অমিয় বাণী পৌঁছিয়ে দিয়েছেন৷আমরা সকলে এই মহান কুরআনের যাদুকরের জন্য জান্নাতুল ফিরদাউসের দোয়া করি৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন