বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠন, ইউনেস্কো


জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠন, ইউনেস্কো, ২০১৫ সালকে আন্তর্জাতিক আলোক বর্ষ ঘোষণা করেছে। ঐ বছরই আরব বিজ্ঞানী ইবনে আল-হায়সাম রচিত আলোকবিজ্ঞান বিষয়ের সাত খণ্ডের বিখ্যাত গবেষণা পুস্তক কিতাব আল-মানাজির প্রকাশের হাজার বছর পূর্ণ হয়েছিল। প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে ১৯-২০ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানটি আল-হাজেন এবং আলোকবিজ্ঞানে তার অবদানের ওপর উৎসর্গ করা হয়েছিল। 

আল-হাজেনের পুরো নাম আল-হাসান ইবন আল-হায়সাম, তবে পশ্চিমা বিশ্বে তিনি আল-হাজেন নামে পরিচিত। তিনি ছিলেন বিজ্ঞান চিন্তার একজন অগ্রদূত। দৃষ্টি বিজ্ঞান, আলোক বিজ্ঞান এবং আলো সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ বিষয়ে তার রচিত বুক অব অপটিকস বা কিতাব আল-মানাজিরের ল্যাটিন অনুবাদের (De Aspectibus), মাধ্যমে তার ধারণাগুলো ইউরোপীয় পণ্ডিতবর্গ তথা রেনেসাঁকে প্রভাবিত করেছে। আলোক বিজ্ঞানের অতিশয় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই মুসলিম বিজ্ঞানীকে আধুনিক আলোক বিজ্ঞানের জনক মনে করা হয়। 

১০০১ আবিষ্কার নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে তখন থেকেই আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু হয়েছে, যার নাম দেয়া হয়েছে- ১০০১ আবিষ্কার এবং ইবন আল-হায়সামের জগৎ। বিস্তারিত-http://www.ibnalhaytham.com/

-- দৈনিক যুগান্তর অবলম্বনে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন