ইহুদিবাদী ইসরাইলের সেনারা মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে অন্ততঃ ২০ জন ফিলিস্তিনি মুসল্লিকে আহত হয়েছে।
ফিলিস্তিনের আলকুদস টেলিভিশন জানিয়েছে, গতকাল জুমার নামাজের পর দখলদার সেনারা এই পবিত্র মসজিদে হামলা চালায় এবং মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস, শব্দ-বোমা ও রাবার বুলেট নিক্ষেপ করে।
অন্যদিকে ফিলিস্তিনিরা আত্মরক্ষার জন্য হানাদার বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে।
এদিকে গতকাল ভোরেই জেরিকো শহরের কাছে একটি গ্রামে হানা দিয়ে দখলদার ইহুদিবাদী সেনারা অন্তত ৫০০ ফিলিস্তিনিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। দখলদারদের হামলায় আহত হয় অন্তত ১৪ জন ফিলিস্তিনি।
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দী রয়েছে অন্তত ৫ হাজার ফিলিস্তিনি এবং তাদের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক শিশু।
সূত্রঃ আইআরআইবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন