বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মিশরের সম্রাট মুকাওকিসের প্রতি আল্লাহর রাসুল মুহাম্মাদ(স) এর চিঠিঃ


বিসমিল্লাহির রাহমানির রাহিম[পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে]
আল্লাহর বান্দা ও তাঁর রাসুল মুহাম্মাদ(স) এর পক্ষ থেকে মুকাওকিস আযম কিবতির নামে।তার প্রতি সালাম যিনি হেদায়াতের আনুগত্য করেন।আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি।ইসলাম গ্রহণ করুন,শান্তিতে থাকবেন।ইসলাম গ্রহণ করলে আল্লাহ তায়ালা আপনাকে দু’টি পুরষ্কার দেবেন।আর যদি ইসলাম গ্রহণ না করেন,তবে কিবতের অধিবাসীদের পাপও আপনার ওপর বর্তাবে।হে আহলে কিতাবিরা,”এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই,যেন আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি,কোন কিছুকে তাঁর শরীক না করি এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসাবে গ্রহণ না করে।আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়,তবে বলঃ তোমরা সাক্ষী থাক,আমরা মুসলিম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন