বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

ইতিহাসের কিঞ্চিত মূল্যায়ন ও হযরত মাদানী রাহ,

কাল এক ব্যক্তি এলো আমার রুমে ঈদের পর তার বাসায় যাওয়ার দাওয়াত নিয়ে৷ সম্পূর্ণ অপরিচিত লোকটি এত অধিক পরিমাণে তার বাচালতা প্রদর্শন করে যাচ্ছিল যে, শেষ পর্যন্ত তার মাথায় সমস্যা আছে বলে ভাবতে শুরু করলাম৷ ননস্টপ কথা বলেই যাচ্ছিল লোকটি৷ কৌশলে থামিয়ে দেবার চেষ্টা করেও থামানো সম্ভব হয় নি৷ অবশেষে উপেক্ষা করতে লাগলাম তার বকবকানি৷
এরইমধ্যে এমন একটি বিচক্ষণতাসূলভ কথা তার মুখ থেকে বের হলো, যা শোনা মাত্রই তার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেলো৷ এতক্ষণের বকবকানি আমার কাছে অনেক মূল্যবান মনে হতে লাগল৷ কথাটি একটি ঐতিহাসিক অবদানের প্রতি যথাযথ স্বীকৃতিস্বরূপ বলেছে লোকটি৷ বলেছে "বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলে আযাদী আন্দোলনের নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানী রাহ, পুরো দক্ষিণ এশিয়ার জাতির পিতা"৷ আমার কাছে কথাটি অনেক তাৎপর্যপূর্ণ মনে হয়েছে৷
কারণ উপমহাদেশের বৃটিশবিরোধী আন্দোলন ও তার কার্যকর সফলতায় মাদানী রাহ, এর যে অবদান, পুরো দক্ষিণ এশিয়ার না হলেও উপমহাদেশের জন্যে সত্যি তিনি জাতির পিতাতূল্য এক বীর সেনানী৷ লোকটির উক্তিতে আশ্চর্য হলাম এই ভেবে যে, জাতির কাছে উপমহাদেশের উলামায়ে কেরামের বর্ণাঢ্য সোনালী অতীতের চিরসত্য দুঃসাহসিক ইতিহাস চেপে রাখার এমন কোনো কৌশল নেই, যা প্রয়োগ করা হচ্ছে না৷ তবুও একজন অতি সাধারণ মানুষের পক্ষে এই মূল্যায়ন সত্যি অসাধারণ কিছু৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন