বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

সর্বশ্রেষ্ঠ দোয়া-

নবী (সাঃ) বলেন, “শ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:
« لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” (তিরমিযী নং ৩৫৮৫, হিসনুল মুসলিম)
এ দোয়ার ফযিলত আরও কত ব্যপক দেখুন-
নবী (সাঃ) বলেন, যে ব্যক্তি সকালে সূর্য ওঠার আগে ও বিকালে সূর্য ডোবার আগেই ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করবে এতে মক্কায় ১০০ টি উট কুরবানির চেয়ে বেশী সওয়াব, জিহাদে ১০০ টা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ, ১০০ টি গোলাম আযাদ করার চেয়ে শ্রেষ্ঠ, এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশী সওয়াব হবে ঐ ব্যক্তির। (সহিহ নাসাই, সহিহ তারগিব-৬৫১, শাইখ আব্দুল হামিদ ফাইযি আল মাদানি (হাফিযাহুল্লাহ)-এর বই থেকে)
অনেক, অনেক বেশী ফযিলতপূর্ণ দোয়া এটি, আমরা আমল করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন