বাংলাদেশের আকাশে আজ বুধবার হিজরি নতুন বছরের প্রথম মাস মহরমের চাঁদ দেখা গেছে। সেই মোতাবেক আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা (১০ মহরম) পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। চাঁদ দেখার ব্যাপারে সারাদেশ থেকে প্রাপ্ত খবর পর্যালোচনা করে বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৭ সালের মহরম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে মহরম মাস গণনা শুরু হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মোঃ বাবুল হাসান কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ আমজাদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মোহাম্মদ জাকের হোছাইন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেয মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতীব কারী আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মুফতী শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৪৩৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এমতাবস্থায় আগামীকাল ৩০ আশ্বিন ১৪২২ বঙ্গাব্দ, ১৫ অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে ১৪৩৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে এবং আগামী ১০ মুহাররম ১৪৩৭ হিজরি, ৯ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ, ২৪ অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দ শনিবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন