১.IMBD ব্লগে লিখতে হলে প্রথমে আপনাকে রেজিষ্ট্রার করতে হবে।ব্লগের কোন পোস্টে মতামত দিতে হলে বা লেখা প্রকাশ করতে রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক।রেজিষ্ট্রার করলে আপনার ইমেইলে পাসওয়ার্ড পৌঁছে যাবে।
২. ব্লগের মেম্বারশীপ: ব্লগে মুলত দুই ধরনের মেম্বারশীপ রয়েছে, যথা; (১)সাবসক্রাইবার এবং (২) কনট্রিবিউটর
২ (১)সাবসক্রাইবার: ব্লগে
রেজিষ্ট্রার করলে সাবসক্রাইবার হিসেবে যেকোন পোস্টে আপনি মতামত/মন্তব্য দিতে
পারবেন।সাবসক্রাইবার হিসেবে একজন ব্লগার ব্লগ লিখতে পারবেন তবে সেটা এডমিন রিভিউ
করে পাব্লিশ করবেন।এডমিন শুরুর কিছু দিন ব্লগের বিভিন্ন পোস্টে আপনার মন্তব্য ও
পোস্ট পর্যবেক্ষণ করবেন।
২. (২)কনট্রিবিউটরঃ ব্লগের
বিভিন্ন পোস্টে মন্তব্য ও পোস্ট পর্যালোচনা করে ব্লগ এডমিন একজন সাবসক্রাইবারকে
“কনট্রিবিউটর” হিসেবে প্রমোট করবেন।এই পর্যায়ে একজন ব্লগার স্বাধীনভাবে লেখা
প্রকাশ করতে পারবেন।
৩. রেজিষ্ট্রেশন
না করেও কেউ চাইলে আমার কাছে লেখা পাঠাতে পারেন।সেটা এডমিনের একাউন্ট থেকে লেখকের
নামে প্রকাশ হবে।
আমার
কাছে লেখা পাঠানোর ইমেইল: emran.2681e@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন