বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ব্লগে লেখার পদ্ধতি


.IMBD ব্লগে লিখতে হলে প্রথমে আপনাকে রেজিষ্ট্রার করতে হবে।ব্লগের কোন পোস্টে মতামত দিতে হলে বা লেখা প্রকাশ করতে রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক।রেজিষ্ট্রার করলে আপনার ইমেইলে পাসওয়ার্ড পৌঁছে যাবে।
. ব্লগের মেম্বারশীপ: ব্লগে মুলত দুই ধরনের মেম্বারশীপ রয়েছে, যথা; (১)সাবসক্রাইবার এবং (২) কনট্রিবিউটর
(১)সাবসক্রাইবার: ব্লগে রেজিষ্ট্রার করলে সাবসক্রাইবার হিসেবে যেকোন পোস্টে আপনি মতামত/মন্তব্য দিতে পারবেন।সাবসক্রাইবার হিসেবে একজন ব্লগার ব্লগ লিখতে পারবেন তবে সেটা এডমিন রিভিউ করে পাব্লিশ করবেন।এডমিন শুরুর কিছু দিন ব্লগের বিভিন্ন পোস্টে আপনার মন্তব্য ও পোস্ট পর্যবেক্ষণ করবেন।
. (২)কনট্রিবিউটরঃ ব্লগের বিভিন্ন পোস্টে মন্তব্য ও পোস্ট পর্যালোচনা করে ব্লগ এডমিন একজন সাবসক্রাইবারকে “কনট্রিবিউটর” হিসেবে প্রমোট করবেন।এই পর্যায়ে একজন ব্লগার স্বাধীনভাবে লেখা প্রকাশ করতে পারবেন।
. রেজিষ্ট্রেশন না করেও কেউ চাইলে আমার কাছে লেখা পাঠাতে পারেন।সেটা এডমিনের একাউন্ট থেকে লেখকের নামে প্রকাশ হবে।
 আমার কাছে লেখা পাঠানোর ইমেইল:  emran.2681e@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন