মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

কিয়ামত দিবসে আল্লাহ তাআলার ছায়া ব্যাতিত যখন কোন ছায়া থাকবে না তখন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে..


১. ন্যায় পরায়ন শাসক/নেতা বা দায়ীত্বশীল
২. যৌবনে ইবাদাতে মশগুল যুবক
৩. মসজিদকে ভালোবাসে যে ব্যক্তি
৪. দু ধরণের ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে এবং একই কারণে প্রয়োজনে বিচ্ছিন্ন হয়।
৫. সুন্দরী,অভিজাত নারীর গোণাহের প্রস্তাব পাবার পরেও যে ব্যক্তি আল্লাহর কারণে নিজকে দূরে রাখে
৬. আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করে। 
৭. নীরবে আল্লাহর স্মরণকারী বা যিকিরকারী যে আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরায়।
.
হে আল্লাহ! তুমি আমাদেরকে এই গুণাবলী অর্জন করার তাউফিক দান করো। আমীন। ( অন্য ভাইদের জানার জন্য আপনি শেয়ার করুন। অনেকেই উপকৃত হতে পারে)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন