শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী(রহ.)- কে দেখিনি, কিন্তু তাঁরই প্রতিচ্ছবি ভারতের বর্তমান মুসলমানদের রাহবর, হযরতুল উস্তায মাওলানা আরশাদ মাদানী(দা.বা.)-


ইংরেজ খেদাও আন্দোলনের সিপাহসালার শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী(রহ.)- কে দেখিনি, কিন্তু তাঁরই প্রতিচ্ছবি ভারতের বর্তমান মুসলমানদের রাহবর, হযরতুল উস্তায মাওলানা আরশাদ মাদানী(দা.বা.)- দেখে বুঝতে পেরেছি, জালিমের বিরুদ্ধে কীভাবে বুক ফুলিয়ে কথা বলতে হয়। বিজেপি সরকার পরিকল্পিতভাবে ভারতের আসাম প্রদেশের ৫০ লাখ মুসলমানকে বাংলাদেশী বলে তাড়িয়ে দিতে চাচ্ছে। নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে হযরত বলেন, "২০১৪ সাল অবধি ভারতে যতো হিন্দু উড়ে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে, অথচ ৪০০ বছর ধরে বসবাসকারী মুসলিমদেরকে বাংলাদেশী বলে তাড়িয়ে দেবে, ভোটাধিকার কেড়ে নিয়ে ১০ বছর পর বলা হবে তোমরা ভারতীয় নও, এটা কখনো মেনে নেবো না। আসামকে দ্বিতীয় মায়ানমার বানানোর অপচেষ্টা চলছে। ৫০ লাখ মানুষকে উচ্ছেদ করলে তারাও তো বসে থাকবে না। জ্বালাও-পোড়াও, মারামারি, হত্যাকাণ্ড ঘটবে।"
.
এই বক্তব্য শোনে মোদীর আরামের ঘুম হারাম হয়েগেছে। কাপুরুষের মতো তথ্যসন্ত্রাস চালাচ্ছে। হলুদ মিডিয়া দ্বারা প্রচার করছে, হযরত নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন! তাই মাদানীর বিরুদ্ধে মামলা কারেঙ্গে, এ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে। কশাই মোদীর বোধহয় জানা নেই যে, দেওবন্দীরা এসব মামলা-মুকাদ্দমার পরোয়া করেন না। তাঁরা সর্বদা কাফনের কাপড় সাথে নিয়েই চলেন। তবুও জালিমের কাছে মাথা নত করেন না।
(বক্তব্যটির ভিডিও লিঙ্ক, সাথে বিজেপির এক আসামী সাংঘাতিকের মজাদার বিকৃতি...https://youtu.be/h1u9D_abaDA)।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন