হৃদয়বিদারক এই চিত্রটি প্রায় অর্ধশত বছর আগের। ১৯৬৮ সালে ভিয়েতনামের এক রক্তাক্ত ট্রাজেডির। রক্তখেকো আমেরিকার বর্বরতার কালসাক্ষী। আমেরিকান সেনাবাহিনীর লালচামড়ার কুত্তাগুলো ভিয়েতনামের 'মে লে' নামক গ্রামের প্রায় ৫০০ নিরীহ জনগোষ্ঠীকে বিনা অপরাধে হত্যা করে। এসব হতভাগ্যদের মাঝে ছিল নারী-শিশু, আশিউর্দ্ধ বৃদ্ধ।
:
:
সেনাবাহিনীরর বেশ ক'জনকে এই হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। অতঃপর অভিযুক্তদের বাঁচাতে স্বয়ং বিচারক ও অভিযুক্তদের যৌথ উদ্দ্যোগে একটি হাস্যকর নাটকীয় বিচারের আয়োজন করা হয়। বিচারে মাত্র একজন সেনাকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদন্ডের হুকুম দেয়া হয়। কিন্তু পাঁচ বছর পরই তাকে মুক্তি দেয়া হয়!
:
:
বড়োই আশ্চর্যের ব্যাপার যে, একজন সেনাকে জিজ্ঞেস করা হয়েছিল- কেন তারা এই হত্যাকান্ড ঘঠিয়েছিল? সে উত্তরে বলেছিল যে, তারা ভিয়েতনামিদের কোনো মানুষই মনে করেনা!!!
:
:
মানবাধিকার রক্ষার ঠিকাদার আমেরিকার এ-এক চেপে রাখা ইতিহাস। বিচারের নামে ফাজলামোর জ্বলন্ত উদাহরণ। আমেরিকা নিজ স্বার্থেই আইন তৈরি করে, আবার নিজ স্বার্থেই তা ভংগ করে।
:
:
আরবের জনপ্রিয় ফেইসবুক পেইজ (التاريخ الإسلامي) হতে অনূদিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন