শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

দ্যুতিক বাল্বটির গায়ে সাঁটা কাগজে কী লিখা- জানেন?


দ্যুতিক বাল্বটির গায়ে সাঁটা কাগজে কী লিখা- জানেন? বাল্বটির গায়ে সাঁটা কাগজে লিখা-'বিসমিল্লাহ। ইহা প্রথম ল্যাম্প, যাকে মসজিদে নববি-তে স্থাপন করা হয়েছে ১৩২৫ হিজরি সনে। এবং এই তারিখই আরব উপদ্বীপে বৈদ্যুতিক বাল্ব প্রবেশের দিন।
যখন মুসলিম বিশ্বে প্রথম বিদ্যুৎ আসে, তখন ওসমানি খিলাফাহর রাজধানী কন্সটান্টিনোপলের মসনদে ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। আল্লাহর রাসুল ও পবিত্র হারামাইনের প্রতি তাঁর ভালোবাসার কথা ইতিহাসে বিরল। বরং প্রত্যেক ওসমানি সুলতানের এই ভালোবাসা ইতিহাসে বিরল। সবাই যখন সুলতানের প্রাসাদে বিদ্যুৎ লাগানোর জন্য তোড়জোড় শুরু করল, সুলতান নিজে থামিয়ে দিলেন। রাসুলের মদীনায় বৈদ্যুতিক বাল্ব জ্বলার পূর্বে তাঁর প্রাসাদে জ্বলবে -এটা কেমনে হতে পারে?! তার নির্দেশেই ১৩২৫ হিজরি- ১৯০২ সালে প্রথম এই বৈদ্যুতিক বাল্বটি লাগানো হল মসজিদে নববি-তে। সুলতানের রাসুল-প্রেমের নিদর্শন হিসেবে আজও এই বাল্বটি শত বছরেরও বেশি সময় ধরে অক্ষত আছে।
-
-
সূত্র- ওসমানি সাম্রাজ্য নিয়ে ফেইসবুকের সবচেয়ে তথ্য ও তত্বভিত্তিক আরবি পেইজ (تاريخ الدولة العثمانية) হতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন