.
এক গরীব ব্যক্তি কা'বা তাওয়াফ করতে গিয়ে বলছিল,"হে আল্লহ,আমাদের ক্ষমা করে দিন।"এভাবে সে দুয়া করছিল।এক সময় প্রচন্ড গরমের কারনে সে হিট স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পরল।
.
মানুষেরা তাকে হাসপাতালে নিয়ে গেল যা ছিল হারামের বিপরীত পাশে।
হাসপাতালের পরিবেশটি ছিল শীতল এবং বিছানা ও বিছানার চাদর ছিল সাদা।শীতল বৃষ্টিময় বাতাস বইছিল তার সম্মুখদিকে।
.
৪-৫ ঘন্টা পর লোকটির জ্ঞান ফিরল।জেগে উঠার পর ডানে বামে ঘুরতেই সে দেখতে পেল পুরো কক্ষটি সাদা।বিছানা,তোশক, চাদর সবই সাদা।লোকটি রুমের ঘ্রান অনুভবের চেষ্টা করল।(হয়ত সেখানে ডেটলের গন্ধ ছিল,তবুও তা তার শরীরের গন্ধ অপেক্ষা ভাল ছিল।তাই) রুমের ঘ্রান লোকটিকে মুগ্ধ করল।
.
তাই সে ধরে নিল সে জান্নাতে রয়েছে।তাই সে বলতে লাগল,"আল্লহু আকবার!আশহাদু আন্না ওয়াদাল্লহি হাক্কুন।আল জান্নাহ,আল জান্নাহ"(আল্লহু আকবার!আমি স্বাক্ষয দিচ্ছি আল্লাহর ওয়াদা সত্য।জান্নাত,জান্নাত)😃
.
এরপর সে ডানে ফিরতেই দেখল ৫ জন নার্স দাঁড়িয়ে আছে।সে দেখল তারা সবাই সাদা জামায় আবৃত।সে বলে উঠল,"আল্লহু আকবার!আল হুর আল ইন,আল হুর আল ইন,আল হুর আল ইন"। 😃
.
নার্সেরা বুঝতে পারল না সে কি বলছে।তারা ধরে নিল সে পাগল।লোকটি হুরদের কাছে যাওয়ার জন্য বিছানা থেকে উঠার চেষ্টা করল এবং তার গায়ের চাদর ফ্লোরে নিক্ষেপ করল।
.
নার্সেরা তাকে থামাতে তার দিকে দৌড় দিল।যেহেতু লোকটি মনে করেছিল সে জান্নাতে আছে এবং এরা হুর,তাই সে বলে উঠল," না!না! একজন একজন করে আসো"।😂😂😂
-------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন