আন্নানা, মান্নানা, হান্নানা,হাদ্দাকা, বাররাকা ও শাদ্দাকা। নিম্নে এর বিস্তারিত আলোচনা তুলে ধরা হল।
★আন্নানা হলো সেই নারী,যে সব সময় হায় আফসোস হায় অাফসোস করতে থাকে। এবং অলস,রোগিণীর ভান করে বসে থাকে।এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।
★মান্নানা হলো সেই নারী,যে স্বামীকে প্রায়ই বলে,আমি তোমার জন্যে এইকরেছি, সেই করেছি।;হেন করেছি তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।
★হান্নানা হলো সেই নারী,যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।
★হাদ্দাকা; হলো সেই নারী,যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায় এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।
★বাররাকা হলো সেই নারী,যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে।
এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায় এবং পরে একা একা খায়।
★শাদ্দাকা হোলো সেই নারী,যে সবসময় বকবক করে।
আল্লাহ তা আলা আমাদের মা বোনদের এই খারাপ অভ্যাস থেকে বিরত রাখুক, আমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন