আসামে ৫০ লক্ষ মুসলমানদের বিরুদ্ধে দেশটির বর্তমান সরকার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে৷ ২৭ লক্ষ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে কার্যত আসামকে মিয়েনমারের মতো বানানোর নীলনকষা আঁকছে বিজিপি সরকার৷ রুহিঙ্গাদের পরিণতির পথে ফেলে দিতে আসামের রাজ্য সরকার পায়তারা অব্যাহত রেখেছে৷
আসামের মুসলিদের কি হবে? তারা কোথায় যাবে? ওদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশী৷ রোহীঙ্গাদের মতো তাদেরকেও কি জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে, না কি গলা টিপে হত্যা করা হবে? পৃথিবীতে আর কতো মুসলিমকে শরণার্থী হতে হবে?
ভারতে গরু জবাই করলে বিচার হয়৷ অথচ, ভারতের উগ্র হিন্দুদের হাতে মুসলমানগণ অহরহ সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও নিগ্রহের শিকার হচ্ছেন৷ ক্ষমতাশীল দল ও খোদ কসাই প্রধানমন্ত্রী-ই এসব হামলার ইন্দন ও নির্যাতনের সাথে অনেকটা জড়িত৷ এসবের সুষ্ঠু কোনো বিচার হচ্ছেনা৷ মুসলিমগণ প্রতিনিয়ত নির্যাতন ভোগ করছে৷ অপরদিকে, ভারত আমাদের স্বাধীন দেশের সিমানার ভেতরেও বিভিন্ন সমস্যা তৈরিতে লিপ্ত৷ তারা বারবার বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে অশান্তি লাগিয়ে রাখছে৷
আসামের মুসলিমদের অধিকার রক্ষায় ভারতীয় মুুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন ও মহান নেতা আওলাদে রাসূল আল্লামা আরশাদ মাদানী ইতোমধ্যে ভারকারের সামনে কঠোর হুসিয়ারী উচ্চারন করেছেন৷ আমাদেরকেও চোখ কান খোলা রাখতে হবে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন