মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫

দুনিয়া

দুনিয়া! মূলতঃ একটি পরীক্ষা কেন্দ্রের নাম। এখানে বিভিন্ন ধরণের পরীক্ষার বিষয়বস্তু রয়েছে। পারিবারিক,সামাজিক,রাস্ট্রীয়,একাডেমিক পরীক্ষা! নিজের সততা-যোগ্যতার পরীক্ষা হয় পরিবারে,সততা-সত্যবাদীতার পরীক্ষা হয় সমাজে,যোগ্যতা-গ্রহণ্যোগ্যতা ইত্যাদির পরীক্ষা হয় রাস্ট্রীয় পর্যায়ে,সারাবছরের বইয়ের পড়াশোনার হিসাব হয় একাডেমিতে। 
এর বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার থেকে যায়; স্রস্টা ও সৃস্টির পরীক্ষা। আল-কুরআনুল করিমেই আছে-"আদ দুনিয়াউল মাযরাতুল আখিরাহ" "দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র" এখানে যার ফলন ভাল হবে,ফসলের যত্ন নেবে তার ফল যথাযথ পাবে।
কিন্ত সে শস্য কি? নিশ্চয়: আল্লাহর বিধান। নামাজ,রোজা,হজ্ব,যাকাত,তাসবী-তাহলীল সহ সকল ভালো কাজ। দুঃখের বিষয়; আসল পরীক্ষার কথা ভুলে আমরা নকল পরীক্ষা গুলা নিয়েই মেতে আছি। মূল পরীক্ষার ফলাফল খারাপ হলে পুনরায় দেওয়ার কোন সিস্টেম নাই,একথা আমাদের স্মরণ ই নেই....!! 
আল্লাহ সবাইকে নিয়মিত নামাজ পড়ার তাঊফিক দান করুন.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন