সোমবার, ২৯ জুন, ২০১৫

হযরত আলী (রাঃ) হযরত উমর (রাঃ)

এক রাতে হযরত আলী (রাঃ) হযরত উমর (রাঃ) এর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তাঁর বাসভবনে যান। হযরত উমর (রাঃ) আলী (রাঃ)-কে ভিতরে আসতে বলেন। হযরত আলী (রাঃ) ভিতরে আসতেই তিনি প্রদীপটা নিভিয়ে দেন। আলী (রাঃ) জিজ্ঞেস করলেন- আমি আসা মাত্রই আপনি বাতিটা নিভিয়ে দিলেন ব্যাপার কি? হযরত উমর (রাঃ) উত্তরে বললেন, এই প্রদীপে বাইতুল মাল তথা সরকারী কোষাগারের তৈল আছে। আমি এতক্ষণ বায়তুল মালের কাজে রত ছিলাম, তাই বাতিটা জ্বলছিল। এখন যেহেতু আমি ও আপনি ব্যক্তিগত কথা বলব। আর এটা বায়তুল মালের কাজের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এ বাতি জ্বালিয়ে আমাদের ব্যক্তিগত কথা বলা ঠিক হবে না।
{পছন্দীদাহ ওয়াকে'আত}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন