সোমবার, ২৯ জুন, ২০১৫

জীবনের শেষ প্রান্তে হযরত লোকমান তার ছেলেকে লক্ষ্য করেযে উপদেশ

১৬/ শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে ।
১৭/ আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে।
১৮/ প্রত্যেককাজে মধ্যপন্হা অবলম্বন করবে ।
১৯/ কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে ।
২০/ বীরত্ব কে নীতি হিসাবে গ্রহণ করবে ।
২১/ শরীর এবং পোষাক পরিস্কার পরিচ্ছন্ন রাখবে ।
২২/ ঐক্যবদ্ধ হয়ে থাকবে ।
২৩/ প্রচলিত অস্ত্র সস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে।
২৪/ প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে ।
২৫/ রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে
এবং নরম স্বরে কথা বলবে ।
২৬/ দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে ।
২৭/ কম কথা বলা কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে।
২৮/ নিজের জন্য যা পচন্দ করো নাতা অন্যের জন্য পচন্দ করবে না ।
২৯/ বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে ।
৩০/ উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেওনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন