রবিবার, ২৮ জুন, ২০১৫

আমেরিকায় সমকামীতাকে বৈধতা দিয়েছে

আমেরিকা সমকামীতাকে বৈধতা দিয়ে সন্তান জন্মহার বন্ধ করে নিজেদের মৃত্যুর সনদে শেষ স্বাক্ষর করলো।
ইজরাঈল, রাশিয়াসহ পাশ্চাত্যের অনেক দেশেই সন্তান জন্মহার মারাত্মক কম। ফিলিস্তিনের তুলনায় ইসরাঈলে তো পুরুষ সন্তান প্রায় হয় না বললেই চলে। যার কারণে আমাদের দেশে এনজিওরা সন্তান কম নেয়ার নসীহত করলেও ঐ সকল দেশে উল্টো সন্তান অধিকহারে গ্রহণের জন্য বিবাহিতদেরকে তারা বেশী বেশী তাশকীল করে থাকে।
শুধু তাশকীলই নয় বরং যদি কোনো দম্পতি সন্তান গ্রহণ করে তাহলে তাদেরকে বিশেষ বিশেষ সুবিধা দেয় সেই সকল দেশের সরকার। এমনকি প্রথম সন্তানের জন্য যেই সুবিধা, দ্বিতীয়, তৃতীয় সন্তান গ্রহণের জন্য তার চাইতেও অধিক সুবিধা তারা দিয়ে থাকে।
এর কারণ হচ্ছে পশ্চিমা সভ্যতা মানুষকে প্রযুক্তির কিছু বাহ্যিক সুবিধা দিলেও তাদের থেকে কেড়ে নিয়েছে সন্তান, পরিবার ও আত্মীয়তার আত্মিক বন্ধনের পবিত্র অনুভূতি। মানুষ জড় বস্তুর মতো কেবল টাকার পেছনে ছুটতে ছুটতে তারা আর পরিবার বা সন্তান গ্রহণের মতো ঝামেলায় আর কেউ জড়াতে চায় না।
একটি জাতি ও সভ্যতা ধ্বংসের জন্য তাদের সন্তান জন্মহার কমে যাওয়া একটি উল্লেখযোগ্য নিদর্শন। আমেরিকা সাম্প্রতিক সময়ে সমকামীতাকে বৈধতা দিয়ে সন্তান জন্মহার আরো কমিয়ে নিজেদের মৃত্যুর সনদে শেষ স্বাক্ষর করলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন