শনিবার, ২৭ জুন, ২০১৫

সর্বোত্তম সঙ্গী, সর্বোত্তম সেনাবাহিনী সম্পর্কে রাসুল [সা.] কী বলেছেন?

আরবি হাদিস
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ ﷺ، قَالَ: « خَيْرُ الصَّحَابَةِ أرْبَعَةٌ، وَخَيْرُ السَّرَايَا أرْبَعُمِئَةٍ، وَخَيْرُ الجُيُوشِ أرْبَعَةُ آلاَفٍ، وَلَنْ يُغْلَبَ اثْنَا عَشَرَ ألْفاً مِنْ قِلةٍ ». رواه أَبُو داود والترمذي، وقال: «حديث حسن »
বাংলা হাদিস
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সঙ্গী হল চারজন, সর্বোত্তম ছোট সেনাবাহিনী হল চারশ’ জন, সর্বোত্তম বড় সেনাবাহিনী হল চার হাজার জন। আর বারো হাজার সৈন্য স্বল্পতার কারণে কখনো পরাজিত হবে না।’’
[আবু দাউদ ২৬১১, তিরমিযি ১৫৫৫, দারেমি ২৪৩৮]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন