বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার বিশ্বে তৃতীয় বৃহত্তম!


আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে পাকিস্তানের হাতে অন্তত ৩৫০টি পরমাণু অস্ত্র থাকবে বলে আমেরিকার দুটি থিংক ট্যাংক জানিয়েছে। এর ফলে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্র মজুতকারী দেশে পরিণত হবে।
কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবঙ স্টিমসন সেন্টার জানিয়েছে, ভারত-ভীতির কারণে পাকিস্তান দ্রুতগতিতে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারের আকার বাড়াচ্ছে। তবে পাকিস্তান ইতোমধ্যেই পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে। ভারতের কাছে যেখানে প্রায় ১০০ পরমাণু অস্ত্র আছে, সেখানে পাকিস্তানের রয়েছে ১২০টি। তাছাড়া পাকিস্তান বছরে প্রায় ২০টি পরমাণু অস্ত্র বানাচ্ছে।
এতে বলা হয়, কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতেই পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র থাকতে পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন