বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

প্রশ্ন: আমাদের মহল্লার মসজিদের সীমানায়

প্রশ্ন:
আমাদের মহল্লার মসজিদের সীমানায়
কিছু আম গাছ আছে। আমের মৌসুমে অনেক
আম হয়। মসজিদের কিছু মুসলিস্ন
মাঝেমধ্যেই আম পেড়ে নিয়ে যায়।
প্রশ্ন হল, এই গাছগুলো থেকে আম
পেড়ে নেওয়া কি বৈধ?
উত্তর:
মসজিদের গাছের ফলমূল মসজিদেরই সম্পদ।
বিনামূল্যে তা পেড়ে নেওয়া কারো জন্য বৈধ
নয়। কর্তৃপক্ষের কর্তব্য হল, গাছের
ফলগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ
টাকা মসজিদের
ফান্ডে জমা করা এবং মসজিদের
প্রয়োজনে তা ব্যয় করা। তাই মুসলিস্নদের
কেউ নিতে চাইলে ন্যায্য মূল্য
দিয়ে নিতে পারবে। বিগত
দিনে যারা বিনামূল্যে আম নিয়েছে তাদের
কর্তব্য হল এর ন্যায্য মূল্য মসজিদের
ফান্ডে আদায় করে দেওয়া।
-কিতাবুল ইসআফ ২২; আলবাহরুর রায়েক
৫/২০৪; ফাতাওয়া খানিয়া ৩/৩১০;
ফাতাওয়া হিন্দিয়া ২/৪৭৭; আদ্দুররুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন