বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

প্রশ্ন: জন্মস্থান কি ওয়াতনে আসলী?

প্রশ্ন:
জন্মস্থান কি ওয়াতনে আসলী?
আমি আমার নানা বাড়ীতে জন্মগ্রহণ
করেছি আমি কি তাহলে নানা
বাড়ীতে গেলে মুকীম থাকব? প্রকাশ
থাকে যে, আমি আমার পিতা-মাতার
সাথে তাদের বাড়িতেই থাকি।
নানা বাড়িতে থাকি না।
উত্তর:
কোথাও জন্মগ্রহণের দ্বারাই ঐ স্থান
ওয়াতনে আসলী হয়ে যায় না।
বরং স্থায়ীভাবে বসবাস
করলে তা ওয়াতনে আসলী হিসেবে গণ্য
হয়। সুতরাং প্রশ্নোক্ত
ক্ষেত্রে আপনি যেহেতু
নানা বাড়ী বসবাস করেন
না বরং পিত্রালয়ই হচ্ছে আপনার
স্থায়ী আবাসস্থল তাই পিত্রালয়ই
আপনার ওয়াতনে আসলী গণ্য
হবে এবং সেখানে আপনি মুকীম হবেন।
-আলমাবসূত ১/২৫২;
ফাতাওয়া তাতারখানিয়া ১/১৬৫;
বাদায়েউস সানায়ে ১/২৮০; আলবাহরুর
রায়েক ২/১৩৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন