শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

ঈদ মোবারাক


পশুর হাঁটের হাঁটাহাঁটি 
সবই শেষ বাকি শুধু নিয়তখানি ,
কাল সকালে নামাজ পড়েই 
আল্লাহ্‌র নামে দিব কোরবানি । 

খেয়াল রেখ এই ঈদে মুখে মিষ্টি নয় 
ত্যাগের পশুর তিনভাগের একভাগ দিয়েই যেন ঈদের খাওয়া শুরু হয় ।
প্রতি নামাজের পর “তাকবীরে তাশরীক” যেন না হয় মিস
কোরবানির পর সব বর্জ্য ফেলে কাজ যেন করি ফিনিশ !
বাকি দুইভাগ গোশতের বণ্টন 
বন্ধ যেন হয় গরীবের কিঞ্চিৎ ক্রন্দন , 
ঈদের দিনগুলিতে শুধু যেন না করি লুটোপুটি 
খাওয়া দাওয়া আর বেড়ানোর মাঝে নামাজ যেন না ছাড়ি ।

ঈদের গোশত খাওয়ার দাওয়াত নয়, 
ঈদে তোমার আমার আত্মীয়তার ছেড়া বাঁধন যেন দৃঢ় হয় ,
ঈদের আনন্দে কষ্টগুলো বিদায় যেন নেয় ,
আমাদের প্রার্থনা সর্বদা যেন জাগ্রত রয় , 
খোদার রহমত অবিরত যেন বয় । 

ঈদের দিনে তোমাকে আমার কি নিমন্ত্রণ করতে হয় ?
ঈদের দিনে সবার ঘরেই সবার দাওয়াত রয় । 

ঈদ মোবারাক । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন