মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

‌ কোরঅা‌নে পা‌কের অায়াত

وَإِذ قالَت أُمَّةٌ مِنهُم لِمَ تَعِظونَ قَومًا اللَّـهُ مُهلِكُهُم أَو مُعَذِّبُهُم عَذابًا شَديدًا قالوا مَعذِرَةً إِلى رَبِّكُم وَلَعَلَّهُم يَتَّقونَ﴿١٦٤﴾ فَلَمّا نَسوا ما ذُكِّروا بِهِ أَنجَينَا الَّذينَ يَنهَونَ عَنِ السّوءِ وَأَخَذنَا الَّذينَ ظَلَموا بِعَذابٍ بَئيسٍ بِما كانوا يَفسُقونَ﴿١٦٥﴾
আর যখন তাদের মধ্যে থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেচান কিংবা আযাব দিতে চান কঠিন আযাব?
সে বললঃ তোমাদের পালনকর্তার সামনে দোষ ফুরাবার জন্য এবং
এজন্য যেন তারা ভীত হয়।
অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল, যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত। আর পাকড়াও করলাম, গোনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের না-ফরমানীর দরুন। (অা'রাফ)
দ্বী‌নের দাওয়াতের কাজ কর‌নেওয়ালা কখ‌নো নৈরাশ হয়না, সবসময়ই হেদা‌য়ে‌তের অাশাবাদী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন