বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

অন্যকে উপদেশ দেওয়া সহজ।কিন্তু সেই নির্দেশ মোতাবেক নিজে চলা অনেকটাই কঠিন,তাই কোন উপদেশ নয়।

কিছুক্ষণ আগে তাসান ভাইয়ের এই গ্রুপ থেকে আমার দেয়ালে হজ্জ্ব পালনরত ছবিটি ভেসে আসে, আমি খুব অবাক হই।কিন্তু তার চাইতেও বেশি অবাক হই তার সমালচনা দেখে। ভাই আল্লাহর ঘর দেখা এবং তার ঘরের তওফ করা এবং তার রাসুলের কবর জিয়ারত করা কোন মামুলি ব্যাপার নয়। সে হজ্জ্ব থেকে আসতে না আসতেই আমরা তার সমালোচনার ঢোল বাজাচ্ছি। আমাদের দেখার বিষয় হচ্ছে প্রথমত সে একজন মুসলিম দ্বিতীয়ত সে একজন আল্লাহ্‌ তায়ালার ঘড়ের তওফ কারী বেক্তি তিন নাম্বার হচ্ছে টাকা থাকলেই মানুষ হজে যেতে পারে না।আমার আপনার পরিবারের কত বেক্তি আছে অঢেল ধন সম্পত্তির মালিক,কিন্তু আল্লাহর ঘর যিয়ারত করার ভাগ্য হয়নি। যদি আল্লাহ্‌ তায়ালার কাছে তার কবুলিয়াত না থাকতো তাহলে তিনি হজ্জ্বে যেতে পারতেন না। আপনি বলতে পারেন সে কেন ? হজ্জ্বরত ছবি আপলোড করেছে,ভাইজান শুনেন,আপনি কি শুনছেন নাকি তাসান ভাইকে বলতে ভাই তোমরা আমার হজ্জ্বের পিক আপলোড কর।তা কিন্তু সে করেনি।আর আমরা এফবিতে বসে তার সমালোচনা করছি।হতে পারে আপনার সমালোচনার দরুন তার মন মানুষিকতা খারাপ হয়ে যেতে পারে,তখন তার জন্য দায়ী হবে আপনার একটি কমেন্ট।আর তাছাড়া ছবিটিতো তাসান ভাই নিজে তুলেন নাই এবং বলেন নাই কাওকে ছড়তে, আমারা তার জন্য দোয়া করবো তাই না করে আমরা অযথা তাকে বকছি। 
তাই তাসান ভাই কে নিয়ে বিদ্রুপ মন্তব্য করা থেকে সবাইকে বিনীত অনুরোথ করছি। হতে পারে সে আমাদের জন্য একজন জুনায়েদ জামসেদ।তা ছাড়া আল্লাহ্‌ কাকে কোন বিষয়ের মাধ্যমে হেদায়েত দান করেন আমরা জানি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন