মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

হে মুসলমান ভাই অামার!

হে মুসলমান ভাই অামার! তোমা‌দের কি হইয়া গেল যে, তোমরা পরস্পর এ‌কে অপর‌কে মহব্বত কর না। একজন অপর‌কে নসীহত কর না। অথচ তোমরা পরস্পর দ্বী‌নি ভাই।
একমাত্র তোমা‌দের ভিতরগত খারাবী তোমা‌দের ম‌নের খা‌হেশা‌তের ম‌ধ্যে পার্থক্য ক‌রিয়া রা‌খিয়া‌ছে। য‌দি তোমরা সক‌লই দ্বী‌নের উপর এবং দ্বী‌নের মেহন‌তের উপর একত্র হইয়া যাও, ত‌বে তোমা‌দের পরস্পর সম্পর্কও বা‌ড়িয়া যাই‌বে।
তোমরা কম বু‌দ্ধিমান বা নি‌র্বোধ নও যে, তোমা‌দিগ‌কে অক্ষম বা অপারগ ম‌নে ক‌রিব। দু‌নিয়ার কা‌জে তো তোমরা ভালই বু‌দ্ধি রাখ এবং উহা‌তে অত্যান্ত সতর্কতার স‌হিত কাজ কর।
(কিন্তু কি মু‌সিব‌ত যে, অা‌খেরা‌তের কা‌জে তোমরা না বু‌দ্ধিমত্তার স‌হিত কাজ কর, অার না সতর্কতার উপর অামল কর)
ইহা কেমন কথা! তোমা‌দের কি হইয়া‌ গেল যে, দু‌নিয়ার সামান্য লা‌ভে তোমরা অান‌ন্দিত হও, সামান্য ক্ষ‌তি‌তে দুঃ‌খিত হইয়া যাও। (যাহার প্রভাব তোমা‌দের চেহারায় ফুটিয়া উ‌ঠে)
মুসিব‌তের কথা মু‌খের উপর অা‌সি‌তে অারম্ভ ক‌রে, সামান্য বিষয়‌কে মু‌সিবত ব‌লি‌তে অারম্ব কর। শোক মাত‌মের মজ‌লিশ কা‌য়েম কর।
কিন্তু দ্বী‌নের বড় হই‌তে বড় বিষয়ও ছু‌টিয়া গে‌লে, না উহার জন্য দূঃখ ও চিন্তা হয়, না চেহারায় কোন প‌রিবর্তন অা‌সে।
কি‌সের দূর্বলতায় এ‌হেন প‌রি‌স্থি‌তি , বুঝাইবার কেহ কি নাই ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন