মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন,



হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, কয়েকজন সাহাবা (রায়িঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন,
আমদের অন্তরে এমন কিছু কল্পনা আসে যাহা মুখে উচ্চারণ করা আমরা অত্যন্ত খারাপ মনে করি।
রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিঞ্জাসা করিলেন, সত্যিই কি তোমাদের নিকট ঐ সমস্ত কল্পনা মুখে উচ্চারণ করিতে খারাপ লাগে?
সাহাবা (রায়িঃ) আরজ করিলেন জি হ্যাঁ। তিনি এরশাদ করিলেন, ইহাই তো ঈমান। (মুসলিম)
অর্থাৎ যখন এই সকল চিন্তা ও কল্পনা তোমাদেরকে এত অস্থির করিয়া তোলে যে, এইগুলিকে বিশ্বাস করে তো দূরের কথা, মৌখিক উচ্চারণও তোমাদের নিকট অপছন্দনীয় তখন ইহাই তো পূর্ণ ঈমানের আলমত। (নববী)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ، قَالَ: «وَقَدْ وَجَدْتُمُوهُ؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ»(رواه مسلم

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন