সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

ঘরের বাইরে নারীর পোষাক:

প্রয়োজনের তাগিদে যদি নারীকে ঘর থেকে বের হতে হয় তাহলে সে কীভাবে বের হবে তাও আল্লাহ বলে দিয়েছেন, যা মানলে নারী ইভটিজিংয়ের শিকার হবে না।
يا أيها النبي قل لأزواجك و بناتك و نساء المؤمنين يدنين عليهن من جلابيبهن، ذلك أدنى أن يعرفن فلا يؤذين.
অর্থ: হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না।-সূরা আহযাব : ৫৯
আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুহুম তার Nobel Quran -এ فلا يؤذين এর তরজমা করেছেন Hence not teased তাদেরকে উত্যক্ত করা হবে না। স্রষ্টার চেয়ে কে আর ভালো বলতে পারবেন যে, তার সৃষ্টির রোগ কী ও তার প্রতিকার কীসে?
এ আয়াতে ইভটিজিংয়ের সমাধানে নারীর প্রতি একটি মৌলিক নির্দেশনা এসেছে। আর তা হল-নারী যেন বাইরে বের হলে তার জিলবাব দ্বারা চেহারা ও শরীর আবৃত করে, পর্দার সাথে বের হয়, অশালীনভাবে বের না হয়। নতুবা ‘রুগ্ন’ পুরুষ তার প্রতি প্রলুব্ধ হবে ও কুদৃষ্টি দিবে। তাফসীরে কুরতুবীতে (১৪/২৪৩) জিলবাবের অর্থ করা হয়েছে, এমন বড় চাদর, যা দ্বারা মুখমন্ডল ও পূর্ণ দেহ আবৃত করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন