ইজরাইল যখন আমার ফিলিস্তিনি মা, বোন,ভাইদের উপর বিমান হামলা করে রক্তাক্ত লাশ উপহার দেয়, তখন তাদেরকে কেউ উগ্রবাদি বলে আখ্যায়িত করেনা।কিন্তু,হামসের মুজাহিদরা যখন হামলার জবাবে ছোট খাটো অস্ত্র ব্যবহার শুরু করেন তখন বিশ্বমোড়লদের দৃষ্টিতে তারা হয়ে যান মোস্ট ওয়ান্টেড উগ্রবাদি। আমেরিকা যখন আফগানিস্তানে নির্বিচারে বোমা বর্ষন করে মুসলমানদের কে হত্যা করে, তখন তারা জঙ্গি হয়না,
কিন্তু তালেবানরা যখন প্রতিরোধ করার জন্য অস্ত্র হাতে তুলে নেয় তখন শুধু বিধর্মী কেন কিছু কিছু মুসলমানের দৃষ্টিতেও তারা হয়ে যায় জঙ্গি।
মিশরের নরপিচাশ সিসি যখন ৬ হাজার ইখওয়ান কর্মীকে হত্যা করেছিল তখন সে সন্ত্রান হয়নি, কিন্তু ইখওয়ানের কর্মীরা যখন হামলা প্রতিরোধে ইট পাটকেল নিক্ষেপ করল তখন তারা হয়ে গেল সন্ত্রাসী।
এই পৃথিবীতে আমরা মুসলমানরা কতটা অসহায় তা আর বলার অপেক্ষা রাখেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন