একদিন সাইয়্যেদ কুতুব শহীদ তাঁর সেল থেকে বাইরে বের হলে তাঁর পাশের সেল থেকে এক ব্যক্তি তাঁকে হাত ইশারা করে অভিনন্দন জানান। অপরিচিত ঐ ব্যক্তির শুভকামনায় আবেগাপ্লুত হয়ে তিনি তাকে উদ্দেশ্য করে এই কবিতার চরণগুলি উচ্চারণ করেন।
পরে তিনি এই কবিতার লাইন গুলোকে একটি পূর্ণাঙ্গ কবিতায় রূপ দেন। আর এই কবিতার লাইনের অনেকগুলোই তাঁর সহযোগীরা তাঁর উদ্দ্যেশে আবৃত্তি করেন। এই কবিতাটি রচনার দুই মাস পর ১৯৫৭ সালের পহেলা জুন প্রিজন অফিসাররা ব্রাদারহুডের সদস্যদের উপর গুলী চালায় যার পরিণতি ছিল গণহত্যা। তাতে ২১ জন মারা যান, ২৩ জন আহত হন এবং ছয় জনেরও অধিক এই বর্বর হত্যাযজ্ঞ দেখে আক্ষরিক অর্থেই তাদের মানসিক স্থিরতা হারিয়ে ফেলেন। আর এই সময় কারাগারের অন্যান্য ব্রাদারহুডের সদস্যদের কাছে এই কবিতাটি ছড়িয়ে পড়ে; যোগ করে ভিন্ন মাত্রা; বাড়িয়ে দেয় মানসিক দৃঢ়তা।
১৯৫৭ সালের ২৬ই জুন মিশরীয় পত্রিকা “মুসলিম ব্রাদারহুড” এর ২৯তম সংস্করণে পত্রিকাটির সম্পাদক এবং প্রফেসর সাইয়্যেদ কুতুব শহীদের ছাত্র ইউসুফ আল-আজম এই কবিতাটি “From Behind Bars” এই শিরোনামে প্রকাশ করেন। এভাবে কবিতাটি প্রথমবারের মত প্রকাশিত হয় এবং পরবর্তীতে সমগ্র মিশর ও পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে।
শত বাঁধার আড়ালে তুই স্বাধীন ওরে ভাই
অন্তরীলে থেকেও রে তুই মুক্ত স্বাধীন, ভাই,
আল্লাহকে যদি রাখতে পারো শক্ত হাতে ধরে।
ক্রীতদাসের কুট মন্ত্রণা কীইবা করতে পারে?
তোমার গায়ে হীন জোয়ানে তীর ছুড়েছে তাই
গাদ্দারেরই অথর্ব হাত উঠেছে তোমার গায়
ভাঙ্গবে ও হাত ‘সবরে জামিল’ তোমার থাকা চাই
নেকড়ে দলের আবাস কিন্তু চিরস্থায়ী নয়।
দু’হাত, ও ভাই, রক্ত রাঙা ঝরছে অঝরে
শক্ত বাঁধন, হাত দুখানা নিথর তাই কিরে?
মনে রাখিস এ কুরবানী আকাশ পানে ধায়
এই রক্তে তোর চিরস্থায়ী জীবন সুনিশ্চয়।
এ কবিতার আলোকে মূল গানের লিঙ্কঃ
https://goo.gl/Sszimd
https://goo.gl/Sszimd
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন