সোমবার, ৮ জুন, ২০১৫

রোজার ক্বাযা হলে করণীয়:-

রোজার ক্বাযা হলে করণীয়:-
নিম্নলিখিত কোন একটি কারণ কারো মধ্যে দেখা গেলে সে রোজা ভঙ্গ করতে পারবে তবে পরবর্তী সময়ে আবার ক্বাযা রোজা আদায় করে নিতে হবে। কারণ গুলো হলো
১। অসুস্থ ব্যক্তির অসুস্থতা বৃদ্ধি পেতে থাকলে।
২। রোজা থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে।
৩। শক্তিহীন বৃদ্ধ হইলে।
৪। গর্ভবতী স্ত্রীর গর্ভ নষ্টের আশংকা থাকলে।
৫। স্ত্রীলোকের হায়েয নেফায দেখা দিলে।
৬। কোন স্ত্রীলোক যদি তার বাচ্চাকে বুকের দুধ পান করাতে অক্ষম হলে কিংবা রোজা থাকলে স্তনের দুধ শুকিয়ে যেতে পারে এরূপ আশংকা দেখাদিলে।
৭। রোজা থাকা কালে ক্ষুদায় বা পিপাসায় প্রাণ নাশের আশংকা হলে।
৮। হঠাৎ পেটে ব্যথা দেখাদিলে।
৯। কোন বিষাক্ত প্রাণী (সাপ, বিচ্ছু ইত্যাদি) দংশন করলে। এবং
১০। সফরে থাকাকালে অথবা বিদেশে যাওয়ার সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন