![]() |
১৮ দিন যাবৎ সৌদি কারাগারে আটক রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ ফায়জুল করিম। এখনও তার জামিন না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারসহ লাখো ভক্ত। দীর্ঘদিনেও তার জামিন না হওয়ার পিছনে এক আর্ন্তজাতিক ইসলামি চিন্তাবিদকে দায়ী করছেন মুফতি ফায়জুলের স্বজনরা। এদিকে ভাইয়ের জামিনের জন্য ২/১ দিনের মধ্যেই সৌদি যাচ্ছেন ইউপি চেয়ারেম্যান সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের।
জানা গেছে, গত ২৬ শে মে রিয়াদে স্থানীয় সময় রাত ১২টায় এক মাহফিল থেকে গ্রেপ্তার করা হয়। তখন সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের মানবজমিনকে জানিয়েছিলেন, একটি ইসলামী মাহফিলে অংশ
নিতে দলের নায়েবে আমির সৈয়দ ফায়জুল করিম সৌদি যান। সেখানে মাহফিল
থেকে পুলিশ তাকেসহ ৪ জনকে আটক করে। সৈয়দ ইসহাক আরও জানান
পুলিশকে ভুল বুঝিয়ে আহলে হাদিস (লা মুজাহিদ) গ্র“প তাকে আটক করিয়েছে।
আজ শনিবার ফায়জুল করিমের খাদেম মাও. আবুবকর সিদ্দিক জানান, হুজুরের
জামিন না হওয়ার পিছনে আন্তর্জাতিক এক ইসলামী চিন্তাবদি ও টিভি ব্যক্তিত্বের
হাত রয়েছে। তিনি সৌদিতে জনপ্রিয়। তিনিই সৌদি সরকারকে ভুল তথ্য দিয়ে
এমন কাজ করেছেন। কি ধরনের ভুল তথ্য জানতে চাইলে তিনি জানান বাংলাদেশে
চরমোনাই পীর সম্পর্কে নানা মিথ্যে
কথা তিনি বলেছেন। তবে এক মুরিদ নাম প্রকাশ না কারর শর্তে জানান,
সেই ইসলামী চিন্তাবীদ তাদের হুজুর সম্পর্কে নানা আনৈতিক তথ্য দিয়েছে
সৌদি সরকারের কাছে। এজন্য তার জামিনে দেরি হচ্ছে। অপর একটি সূত্র জানায়,
আটক ফায়জুল করিম সরাসরি সৌদি জাননি। ওমান হয়ে সৌদি গিয়েছেন। এজন্য
কিছুটা ঝামেলা হচ্ছে। সৌদিতে বিপুল সংখ্যক ভক্ত নিয়ে সভা করাটাও বেআইনী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন