মিথ্যা ও জালিয়াতি বন্ধ না হওয়া পর্যন্ত তোমাদের মিথ্যাচারের মুখোশ উন্মোচন চলবেই ইনশাআল্লাহ!
অনেক দিন পর হঠাৎ করে মনে পড়ে গেল একটি কথা। বেশ অনেক দিন হয়ে গেছে শায়েখ আকরামুজ্জামান, শায়েখ মুখলেসুর রহমান মাদানী ও শায়েখ মুরাদ বিন আমজাদের সাথে শায়েখ আকরামুজ্জামান সাহেবের নিজের মাদরাসায় আমাদের সংলাপ অনুষ্ঠানের।
ইচ্ছে করেই বাহাস না লিখে সংলাপ লিখেছি। কারণ উক্ত আলোচনা অনুষ্ঠানটি বাহাস বলা যায় না। সংলাপ বলাটাই অধিক যৌক্তিক বলে মনে করি। জয় পরাজয় মাকসাদ ছিল না। ছিল হক প্রকাশ। যা আল্লাহর রহমাতে হয়েছে। ইতোমধ্যেই পুরো অনুষ্ঠানের ভিডিও উভয় পক্ষ থেকেই আপলোড হয়েছে। তাই এ বিষয়ে কে জিতেছে কে হেরেছে তা বলার কোন প্রয়োজন নেই। দর্শকরাই নির্ণিত করে নিতে পারবেন ফলাফল।
যারা দেখেননি তারা দেখে নিতে পারেন- http://ahlehaqmedia.com/3021
আলোচনা শেষে আমরা যখন রওয়ানা দেই। তখন গাড়িতে মাওলানা আবু হাসসান রাইয়্যান একটি মজার কথা শুনালেন আমাকে। বললেন "শায়েখ আকরামুজ্জামান সাহেব বলেছেন- "রাইয়ান সাব! আপনি লুৎফুর রহমান ফরায়েজীকে বলে দিয়েন সে যেন আমাদের বিরুদ্ধে কিছু না লেখে"।
কথাটি আমাকে রইয়্যান ভাই বলতেই আমি বলে উঠি- "তাই নাকি? আপনি তাকে বলতেন, যতদিন পর্যন্ত তারা উলামায়ে হকের বিরুদ্ধে মিথ্যাচার করতে থাকবে, ইউটিউব থেকে দাওয়াত ও তাবলীগ উলামায়ে দেওবন্দ বিষয়ে তাদের জালিয়াতি ও মিথ্যাচার পূর্ণ ভিডিও্র বয়ানগুলো রিমুভ না করবে, তাদের লিখিত অসত্য বক্তব্য নির্ভর বইগুলো ব্যান না করবে ততদিন তাদের মুখোশ জাতির সামনে আমরা উন্মোচন করতেই থাকবো ইনশাআল্লাহ। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি গলিতে, প্রতিটি শহরে তাদের ধোঁকাবাজীর পর্দা আমরা ফাঁস করতেই থাকবো ইনশাআল্লাহ। এক সময় আসবে এসব শায়েখদের নাম শুনে মানুষ থুথু নিক্ষেপ করবে। ঘৃণা ভরে তাদের নাম রাখতেও দ্বিধাবোধ করবে। সে সময় অচিরেই আসছে ইনশাআল্লাহ।
শায়েখ মুরাদ বিন আমজাদ সাহেব সংলাপ চলাকালীন একটি কথা বলেছিলেন, যা ভিডিওতে আছে। সেটি হল এই যে, তিনি বলেন, লুৎফুর ফরাজী ভাই! আপনি শায়েখ আকরামুজ্জামান সাহেবকে চিনতে পারেননি। তিনি অনেক বড় ব্যক্তি। তিনি আমার উস্তাদ। অথচ আপনি তাকে জাহিল বলেছেন।"।
সময়ের অভাবে সংলাপেই আমি এর জবাব দিতে পারিনি। সুযোগ পেলে শায়েখ মুরাদ বিন আমজাদকে বলতাম "মুরাদ সাহেব! আপনিও শায়েখুল হাদীস জাকারিয়া কান্ধলবী রহঃ কে চিনতে পারেননি। শায়েখ জাকারিয়া রহঃ মুয়াত্তা মালিকের যে পৃথিবী বিখ্যাত বেনজীর ব্যাখ্যাগ্রন্থ "আউযাজুল মাসালিক" নামে করেছেন, তা পড়ার মত যোগ্যতাও আপনার নেই। অথচ আপনি সেই শায়েখ জাকারিয়া রহঃ কে আপনি আপনার "সহীহ আকিদার মানদন্ডে তাবলীগী নিসাব" নামক কুখ্যাত বইয়ে যাচ্ছেতাই বলেছেন। এটি আপনার অজ্ঞতা্ ও মুর্খতা।
আমাদের বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে। অপবাদ আরোপ হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ সব কিছু পায়ে দলে আমরা ইসলামের মর্যাদা রক্ষা, ইসলাম বিস্তারকারী উলামায়ে হকের চরিত্র রক্ষা করেই যাবো ইনশাআল্লাহ।
এ সংগ্রাম আমরণ জারি থাকবে ইনশাআল্লাহ।
ওয়ামা তাওফীকি ইল্লাবিল্লাহ।
অনেক দিন পর হঠাৎ করে মনে পড়ে গেল একটি কথা। বেশ অনেক দিন হয়ে গেছে শায়েখ আকরামুজ্জামান, শায়েখ মুখলেসুর রহমান মাদানী ও শায়েখ মুরাদ বিন আমজাদের সাথে শায়েখ আকরামুজ্জামান সাহেবের নিজের মাদরাসায় আমাদের সংলাপ অনুষ্ঠানের।
ইচ্ছে করেই বাহাস না লিখে সংলাপ লিখেছি। কারণ উক্ত আলোচনা অনুষ্ঠানটি বাহাস বলা যায় না। সংলাপ বলাটাই অধিক যৌক্তিক বলে মনে করি। জয় পরাজয় মাকসাদ ছিল না। ছিল হক প্রকাশ। যা আল্লাহর রহমাতে হয়েছে। ইতোমধ্যেই পুরো অনুষ্ঠানের ভিডিও উভয় পক্ষ থেকেই আপলোড হয়েছে। তাই এ বিষয়ে কে জিতেছে কে হেরেছে তা বলার কোন প্রয়োজন নেই। দর্শকরাই নির্ণিত করে নিতে পারবেন ফলাফল।
যারা দেখেননি তারা দেখে নিতে পারেন- http://ahlehaqmedia.com/3021
আলোচনা শেষে আমরা যখন রওয়ানা দেই। তখন গাড়িতে মাওলানা আবু হাসসান রাইয়্যান একটি মজার কথা শুনালেন আমাকে। বললেন "শায়েখ আকরামুজ্জামান সাহেব বলেছেন- "রাইয়ান সাব! আপনি লুৎফুর রহমান ফরায়েজীকে বলে দিয়েন সে যেন আমাদের বিরুদ্ধে কিছু না লেখে"।
কথাটি আমাকে রইয়্যান ভাই বলতেই আমি বলে উঠি- "তাই নাকি? আপনি তাকে বলতেন, যতদিন পর্যন্ত তারা উলামায়ে হকের বিরুদ্ধে মিথ্যাচার করতে থাকবে, ইউটিউব থেকে দাওয়াত ও তাবলীগ উলামায়ে দেওবন্দ বিষয়ে তাদের জালিয়াতি ও মিথ্যাচার পূর্ণ ভিডিও্র বয়ানগুলো রিমুভ না করবে, তাদের লিখিত অসত্য বক্তব্য নির্ভর বইগুলো ব্যান না করবে ততদিন তাদের মুখোশ জাতির সামনে আমরা উন্মোচন করতেই থাকবো ইনশাআল্লাহ। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি গলিতে, প্রতিটি শহরে তাদের ধোঁকাবাজীর পর্দা আমরা ফাঁস করতেই থাকবো ইনশাআল্লাহ। এক সময় আসবে এসব শায়েখদের নাম শুনে মানুষ থুথু নিক্ষেপ করবে। ঘৃণা ভরে তাদের নাম রাখতেও দ্বিধাবোধ করবে। সে সময় অচিরেই আসছে ইনশাআল্লাহ।
শায়েখ মুরাদ বিন আমজাদ সাহেব সংলাপ চলাকালীন একটি কথা বলেছিলেন, যা ভিডিওতে আছে। সেটি হল এই যে, তিনি বলেন, লুৎফুর ফরাজী ভাই! আপনি শায়েখ আকরামুজ্জামান সাহেবকে চিনতে পারেননি। তিনি অনেক বড় ব্যক্তি। তিনি আমার উস্তাদ। অথচ আপনি তাকে জাহিল বলেছেন।"।
সময়ের অভাবে সংলাপেই আমি এর জবাব দিতে পারিনি। সুযোগ পেলে শায়েখ মুরাদ বিন আমজাদকে বলতাম "মুরাদ সাহেব! আপনিও শায়েখুল হাদীস জাকারিয়া কান্ধলবী রহঃ কে চিনতে পারেননি। শায়েখ জাকারিয়া রহঃ মুয়াত্তা মালিকের যে পৃথিবী বিখ্যাত বেনজীর ব্যাখ্যাগ্রন্থ "আউযাজুল মাসালিক" নামে করেছেন, তা পড়ার মত যোগ্যতাও আপনার নেই। অথচ আপনি সেই শায়েখ জাকারিয়া রহঃ কে আপনি আপনার "সহীহ আকিদার মানদন্ডে তাবলীগী নিসাব" নামক কুখ্যাত বইয়ে যাচ্ছেতাই বলেছেন। এটি আপনার অজ্ঞতা্ ও মুর্খতা।
আমাদের বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে। অপবাদ আরোপ হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ সব কিছু পায়ে দলে আমরা ইসলামের মর্যাদা রক্ষা, ইসলাম বিস্তারকারী উলামায়ে হকের চরিত্র রক্ষা করেই যাবো ইনশাআল্লাহ।
এ সংগ্রাম আমরণ জারি থাকবে ইনশাআল্লাহ।
ওয়ামা তাওফীকি ইল্লাবিল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন