বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

কুরবানীর পশু সুস্থ সবল এবং নিখুঁত হওয়া বাঞ্ছনীয়। সাধারণত যে সমস্ত ত্রুটি থাকলে কুরবানীর অযোগ্য বলে বিবেচিত হবে তা হল-

১. অন্ধ পশু বা এক চোখ হারানো পশু।
২. রুগ্ন পশু, যেটি জবাই করার স্থান পর্যন্ত নিজে হেঁটে যেতে পারে না।
৩. যার নাক, কান বা লেজের এক তৃতীয়াংশ বা তার বেশি অংশ অঙ্গহানী হয়েছে।
৪. যার দাঁত নেই বা বেশিরভাগ দাঁত পড়ে গেছে।
৫. কান ছাড়া জন্মানো পশু।
৬. যার চার পায়ের একটি নেই বা একটি পা হাঁটার অযোগ্য অর্থাৎ যেটি হাঁটার সময় তিনটি পা ব্যবহার করে।
৭. রুগ্ন পশু যার অস্থিতে মজ্জা থাকার সম্ভাবনা নেই।
কুরবানীর পশু সম্পূর্ণ হালাল আয়ের অর্থে ক্রয় করতে হবে। হারাম আয়ের মাধ্যমে ক্রয়কৃত পশুর কুরবানী কবুল করা হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন