ফেসবুকের একজন আহলেহাদীস দায়ী ভাই। খুবই আলোচিত দায়ী। প্রথমেই তার জন্য দোয়া করি আল্লাহ্ যেন আমার এই ভাইকে তার সঠিক দ্বীনের একজন খালেস দায়ী হিসেবে কবুল করেন। ভাইর একটি স্টাটাস আজ চোখে পরতেই থেমে গেলাম। কয়েকবার পড়লাম। আহলেহাদীস ফেরকা থেকে যে শয়তান তাদের দায়ীত্ব তুলে নিয়েছে তা বুঝতে পারলাম।
আনিস ভায়ের স্টাটাসঃ
"এতো যে 'লা-মাযহাবীদের' বিরুদ্ধে সভা-সেমিনার করলেন, ওয়ায মাহফিল করলেন, মাইকে গলা ফাটালেন, ফেসবুকে জিহাদ করলেন, তা এই জীবনে কয়জন লা-মাযহাবীকে মাযহাবী বানাতে পারলেন!"
আমার কথাঃ
এ যাবত অনেক মুসলিম ভাইকে শিয়া হতে দেখেছি কিন্তু খুব কম সংখ্যক শিয়াকে দাওয়াতের মাধ্যমে সঠিক দ্বীনে আনতে পেরেছি।
এ যাবত অনেক মুসলিম ভাইকে কাদিয়ানি হতে দেখেছি কিন্তু খুব কম সংখ্যক কাদিয়ানিকে দাওয়াতের মাধ্যমে সঠিক দ্বীনে ফিরিয়ে আনতে পেরেছি।
এ যাবত অনেক মুসলিম ভাইকে বেদায়াতি হতে দেখেছি কিন্তু দাওয়াতের মাধ্যমে খুব কম সংখ্যক বেদায়াতীকে সঠিক দ্বীনে ফিরিয়ে আনতে পেরেছি।
এ যাবত অনেক মুসলিম ভাইকে আহলেহাদীস হতে দেখেছি কিন্তু খুব কম সংখ্যক আহলে হাদীস ভাইকে দাওয়াতের মাধ্যমে সঠিক দ্বীনে ফিরিয়ে আনতে পেরেছি।
এ যাবত অনেক মুসলিম ভাইকে কাদিয়ানি হতে দেখেছি কিন্তু খুব কম সংখ্যক কাদিয়ানিকে দাওয়াতের মাধ্যমে সঠিক দ্বীনে ফিরিয়ে আনতে পেরেছি।
এ যাবত অনেক মুসলিম ভাইকে বেদায়াতি হতে দেখেছি কিন্তু দাওয়াতের মাধ্যমে খুব কম সংখ্যক বেদায়াতীকে সঠিক দ্বীনে ফিরিয়ে আনতে পেরেছি।
এ যাবত অনেক মুসলিম ভাইকে আহলেহাদীস হতে দেখেছি কিন্তু খুব কম সংখ্যক আহলে হাদীস ভাইকে দাওয়াতের মাধ্যমে সঠিক দ্বীনে ফিরিয়ে আনতে পেরেছি।
দাওয়াতের মাধ্যমে একজন আহলেহাদীস ভাইকে সঠিক পথে ফিরিয়ে আনা যদিও সম্ভব নয় তবে অন্য ভাইরা যেন এই ফেতনা সম্পর্কে সচেতন হয় এবং নিজের ঈমান আমলের হেফাজত করতে পারে এটাই আমাদের দাওয়াতের মাকসাদ। এবং আমরা সফলতা ও পাচ্ছি আলহামদু লিল্লাহ।
একজন মুসলিম যখন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে, শয়তান তার জন্য বিভিন্নত ফাঁদ তৈরি করতে থাকে। এমন এমন ফাঁদ তৈরি করে, যে ফাঁদকে সঠিক দ্বীন মনে করে তাতে পা রাখে অনেক সরল মনা দ্বীনি ভায়েরা। এমনকি এই ফাঁদ থেকে রেহাই পায় না অনেক আলেমরা ও। আর যখন কোন মুসলিম ভাই শয়তানের এমন ফাঁদে পা রাখে, সে নিজেই শয়তানের সহযোগী হিসেবে কাজ করতে থাকে এবং শয়তান ও তার উপর থেকে দায়ীত্ব তুলে নেয়। এতে মুসলিম ভাইটি শয়তানের ফাঁদকে দ্বীন মনে করে আমল করতে পেরে নিজেও খুশি এবং তাকে সহযোগী হিসেবে পেয়ে শয়তানও খুশি।
শয়তানের এমন কয়েকটি ফাঁদ, যাকে মানুষ দ্বীন মনে করেঃ
*শিয়া ফিরকা
*কাদিয়ানি ফিরকা
*বেদায়াতি ফেরকা (ব্রেলভী, রেজবী, মাজার পুজারী, মিলাদ কিয়াম পন্থী ইত্যাদী)
*আহলেহাদীস ফেরকা (শয়তানের সব থেকে ল্যাটেস্ট ফাঁদ। যে ফাঁদের শিকার অনেক আলেমরাও।)
*শিয়া ফিরকা
*কাদিয়ানি ফিরকা
*বেদায়াতি ফেরকা (ব্রেলভী, রেজবী, মাজার পুজারী, মিলাদ কিয়াম পন্থী ইত্যাদী)
*আহলেহাদীস ফেরকা (শয়তানের সব থেকে ল্যাটেস্ট ফাঁদ। যে ফাঁদের শিকার অনেক আলেমরাও।)
যে কারনে কোন আহলে হাদীস ভাই সঠিক দ্বীনে ফিরে আসেনা এবং অনেক তাবলীগী ও দ্বীনি ভাই আহলে হাদিস ফেরকাবন্দী হয়ঃ
যেহেতু একজন আহলে হাদীস ভাই তার কাজকে দ্বীনের কাজ মনে করে করে। যেমনি ভাবে শিয়ারা তাদের কাজকে দ্বীনের কাজ মনে করে করে এবং বেদায়াতিরা তাদের কাজ কে দ্বীন মনে করে করেন, তাই তাঁরা কখনও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় না এবং তাদের নসীবে সঠিক দ্বীন মিলে না।
অন্য দিকে একজন তাবলীগি ভাই তাবলীগের মোবারক মেহানতের মাধ্যমে সে সঠিক দ্বীনে ফিরে আসে, এবং দ্বীনের প্রতি তার মুহাব্বত সৃষ্টি হয়। তার এই দ্বীন এর প্রতি মুহাব্বতকে দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান ও শয়তানের সহযোগীরা তার সামনে উপস্থাপন করে শয়তানের ল্যাটেস্ট ফাঁদকে। যে ফাঁদ থেকে রক্ষা পায়না সরল মনা এই দ্বীনি ভাইটি।
আল্লাহ্ আমাদেরকে শয়তানের এই ল্যাটেস্ট ফাঁদ থেকে হেফাজাত করুন- আমীন।lla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন