মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

এতবেশি উদারমনা হওয়াও ভালো না।

এক মহিলা সব সময় হাতে একটা চাদর রাখতো। যেখানেই যেতো চাদরটি সব সময় তার সাথেই থাকতো। এক ভদ্রলোক একদিন জিজ্ঞাসা করলো, তুমি সব সময় চাদর সাথে রাখো কেন? সে উত্তরে বলল, আমার মনটা খুব উদার, কেউ যৌনাবেদন করলে তা প্রত্যাখ্যান করতে পারি না। তাই সব সময় প্রস্তুতিস্বরূপ চাদরটা সাথে রাখি। বখাটেরা তার উদারতাকে স্বাগতম জানিয়ে বাহ বাহ দিতে লাগলো।
কিছু উদারমনা আধুনিক ইসলামিক স্কলারও এমন একটা উদার নীতি গ্রহণ করছেন। নিজেদের স্বকীয়তা ধুলোয় মিশিয়ে দিয়ে পশ্চিমাদেরকে এবং পশ্চিমাদের ধ্যান-ধারণায় বেড়ে উঠা কিছু মুসলিম সন্তানদেরকে আকৃষ্ট করার জন্য নিজেদের বৈশিষ্ট্যময় আদর্শকে বিক্রি করে দিচ্ছে। যেহেতু তারা তাদের অনুকূলে তাই সেসব সন্তানরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়।
তারা যেন সূরা আবাসা এর শানে নুযূল সহ আয়াতগুলো স্মরণ রাখে,
ﻋَﺒَﺲَ ﻭَﺗَﻮَﻟَّﻰ
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
ﺃَﻥ ﺟَﺎﺀﻩُ ﺍﻟْﺄَﻋْﻤَﻰ
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
ﻭَﻣَﺎ ﻳُﺪْﺭِﻳﻚَ ﻟَﻌَﻠَّﻪُ ﻳَﺰَّﻛَّﻰ
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
ﺃَﻭْ ﻳَﺬَّﻛَّﺮُ ﻓَﺘَﻨﻔَﻌَﻪُ ﺍﻟﺬِّﻛْﺮَﻯ
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
ﺃَﻣَّﺎ ﻣَﻦِ ﺍﺳْﺘَﻐْﻨَﻰ
পরন্তু যে বেপরোয়া,
ﻓَﺄَﻧﺖَ ﻟَﻪُ ﺗَﺼَﺪَّﻯ
আপনি তার চিন্তায় মশগুল।
ﻭَﻣَﺎ ﻋَﻠَﻴْﻚَ ﺃَﻟَّﺎ ﻳَﺰَّﻛَّﻰ
সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
ﻭَﺃَﻣَّﺎ ﻣَﻦ ﺟَﺎﺀﻙَ ﻳَﺴْﻌَﻰ
যে আপনার কাছে দৌড়ে আসলো
ﻭَﻫُﻮَ ﻳَﺨْﺸَﻰ
এমতাবস্থায় যে, সে ভয় করে,
ﻓَﺄَﻧﺖَ ﻋَﻨْﻪُ ﺗَﻠَﻬَّﻰ
আপনি তাকে অবজ্ঞা করলেন।
ﻛَﻠَّﺎ ﺇِﻧَّﻬَﺎ ﺗَﺬْﻛِﺮَﺓٌ
কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
ﻓَﻤَﻦ ﺷَﺎﺀ ﺫَﻛَﺮَﻩُ
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ
করবে।
নিজের স্বকীয়তা বিলিয়ে দেওয়া এমন উদার নীতি ও আধুনিকতাকে মন থেকেই ঘৃণা করি। হোক সে কোনো ইসলামিক চ্যানেলের মালিক বা ফ্যমাস কোনো ইসলামী সিংগার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন