হযরত সাঈদ ইবনে জুমহান (রঃ) বলেন, অামি হযরত সাফিনা (রাঃ) এর নিকট তাহার নাম সম্পর্কে জিজ্ঞাসা করিলাম ( যে এই নাম কে রাখিয়াছে?)
তিনি বলিলেন, অামি তোমাকে অামার নামের ব্যাপারে বলিতেছি। রসূল (সাঃ) অামার নাম সাফিনা রাখিয়াছেন।
অামি জিজ্ঞাসা করিলাম, অাপনার নাম সাফিনা কেন রাখিয়াছেন?
তিনি বলিলেন, একবার রসূল (সাঃ) সফরে গেলেন। তাহার সহিত সাহাবা (রাঃ)ও ছিলেন। তাহাদের সামানপত্র তাহাদের জন্য ভারী হইয়া গিয়াছিল।
রসূল (সাঃ) অামাকে এরশাদ করিলেন, তোমার চাদর বিছাও। অামি বিছাইয়া দিলাম।
তিনি ঐ চাদরের মধ্যে সাহাবাদের সামানপত্র বাধিয়া অামার উপর উঠাইয়া দিলেন এবং বলিলেন, তুমি বহন কর, তুমি তো সাফিনা।
হযরত সাফিনা (রাঃ) বলেন, যদি ঐদিন এক দুইটি নয় বরং পাচ, ছয় উটের বোঝাও উঠাইয়া লইতাম উহা অামার জন্য ভারী হইত না।
( হিলইয়া >এসাবাহ)
( হিলইয়া >এসাবাহ)
(( হায় ! দুনিয়ার মাল কামাইয়ের জন্য কত কষ্ট করে মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন