রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

একদিন নবীজীর কাছে তার ৯ বিবি বসা ছিলেন,এমন সময় একজন বিবি প্রশ্ন করলেন।

যে,
হুজুর আপনার ৯ বিবি গণের মধ্যে কাকে বেশী ভালবাসেন??
কেমন কঠিন প্রশ্ন!!
কারণ ৯ বিবি এখানে উপস্থিত।
নবীজী কাকে হাঁসাবেন এবং কাকে কাঁদাবেন।
কৌশলে বললেন এর জবাব আগামী কাল বলব।
,
,
অতঃপর রাসুল (সাঃ) তাঁর কুমারী স্ত্রী হযরত আয়েশা (রাঃ) এর রুমে প্রবেশ করলেন এবং ২টি খেজুর দিলেন আর বললেন
আয়েশা এই খেজুরের কথা কাউকে বলবেনা।
,
,
এভাবে সকল বিবিগনের রুমে প্রবেশ করে সবাইকে ২টি করে খেজুর দিলেন আর একথা কাউকে না বলার জন্য বললেন।
!
অতপর পরের দিন সকল বিবি একত্রিত হলেন এবং নবীজীর কাছে প্রশ্নটি করে জবাব চাইলেন।
|
উত্তরে নবীজী বললেন গতকাল রাত্রিতে যাকে আমি ২ টি খেজুর দিয়ে ছিলাম তাকেই আমি সবচাইতে বেশী ভালবাসি।
!! !!
তখন সকল বিবিগণ মনে মনে আনন্দিত এমন কি মুছকি হাসলেন।
কারণ নবীজী তো সবাইকে খেজুর দিয়েছিল কিন্তু এক জনেরটা অন্য জন জানেনা।
অতপর নবীজীর ভালবাসা সকলের উপর সমান ভাবে চলে গেল কেউ নারাজ হইনি এটাকেই বলে ইনসাফ,ও ইসলামি বিনোদন এবং সুন্দর কৌশল।
সুবহানাল্লাহ!সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন