শুক্রবার, ২৬ জুন, ২০১৫

চ্যালেঞ্জ

**আহলে হাদীস নাম ধারীরা জবাব দিয়ে যান,
ভয় পেয়ে কাপর খুলে পালায়ন করিয়েন না।
গালি নয় , দলীল সহ জবাব চাই!
১. ইংরেজ শাসনামলের পূর্বে তোমাদের
দলের নেতা কে ছিল ?
২. তোমরা ইংরেজদের কাছ থেকে আহলে
হাদীস নামে নিজেদের দলের নামটা
রেজিষ্ট্রেশন করেছো কেনো ?
৩. তখন কেন তোমরা আলেমদের বিরুধিতা
করতে গিয়ে জিহাদকে হারাম ফতোয়া
দিয়েছিলে?
৪. ওমর (রা.) যখন ২০ রাকাত তারাবীহ চালু
করেন, তখন কেন তোমরা তাঁর বিরুধিতা
করনি ?
৫. কেন তোমরা বিরুধিতা করোনি যখন তিন
তালাকে তিন তালকই হওয়ার ব্যাপারে ইজমা
প্রতিষ্ঠিত হলো?
৬. কেন তোমরা শরীয়তের অন্যতম একটি
ভিত্তি ইজমাকে অস্বিকার করার পাশা পাশি
বর্তমানের কুরআন তেলাওয়াত করে
থাকো ? কেননা সাত হরফের মধ্য থেকে ছয়
হরফকে বিলুপ্ত করে এক হরফের উপর এই
কুরআন প্রতিষ্ঠিত। যা ইজমা দ্বারা
প্রমাণিত।
৭. কেন তোমরা ইবনে তাইমিয়া ও আলবানির
কথা দ্বারা দলীল পেশ করো? অথচ
তোমরাই বলে থাকো যে, তাকলীদ করা
হারাম ও এটা কুফূরী।
৮. নিজেদের কে আহলে হাদীস দাবী করো
এবং বলে বেড়াও যে, তোমরা হাদীস মানো।
এমন কোন একটা হাদীস কি তোমরা দেখাতে
পারবা যেখানে রাসূল (সা.) হাদীস মানার জন্য
বলেছেন ?
৯. রাসূলের (সঃ) যুগের পর থেকে নিয়ে
খায়রুল করুনের তিন যোগের মধ্য থেকে
এমন কাউকে কি দেখাতে পারবা, যিনি
নিজেকে আহলে হাদীস দাবী করেছেন?
১০. তোমাদের আহলে হাদীসদের হাদীসের
কিতাবগুলো কোথায়?
১১. তোমরা কথায় কথায় গালি গালাজ
করো এবং কাফের ফতোয়া দিয়ে থাকো।
তোমরা এই গালি গালাজ ও কাফের বলা
অনুমতিটা কোথায় পেয়েছ রেফারেন্স দাও?
বিঃ দ্রঃ ত্যানা পেচানো কমেন্ট করলে
কমেন্ট ডাস্টবিনে ফালানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন