শুক্রবার, ২৬ জুন, ২০১৫

সুন্দর একটি শিক্ষামূলক ঘটনা।

بسم الله الرحمن الرحيم
সুন্দর একটি শিক্ষামূলক ঘটনা।
এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল যুবক বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজী হয়ে গেল। তাঁরা দুজনে মিলে গেল কাজির নিকট বিয়ে পড়ানোর জন্য। কাজি মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল সে তো রাখাল. আমিই তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজির মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তাঁরা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ আমিই তোমাকে বিয়ে করব। এবার রাখাল,কাজি ও পুলিশ এই তিনজনের মধ্যেই ঝগড়া লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ কর, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে স্পর্শ করতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তাঁর পিছনে পিছনে তিনজনেই দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে এক সময় তাঁদের সামনে একটি গর্ত পড়ল তাঁরা গর্তের মধ্যে পড়ে গেল।" "বন্ধুরা ঐ সুন্দরী যুবতি মেয়েটি হল দুনিয়া যার সুন্দর্য্যে আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই। আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ঐ গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়।" আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া হল পরীক্ষার হল আর ফলাফল হচ্ছে হাশরের ময়দানে। এই দুনিয়াতে আমরা যা করবো তার উপর নির্ভর করে জান্নাত/জাহান্নাম। আমরা আল্লাহর গোলাম সুতরাং আল্লাহর হুকুম পরিপূর্ণ ভাবে পালন করুন। হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন