বর্তমান প্রচলিত দাওয়াত ও তাবলিগের মেহনত , নিঃসন্দেহে একটি মক্ববুল মেহনত ৷ আরো ব্যপক করে বলতে গেলে নিঃসন্দেহে এই মেহনত আখেরি জামানার উম্মতের জন্য খোদার খাস রহমত ৷ কিন্তুু শঙ্কার বিষয় হলো দিন দিন কাজটি যেভাবে ইলিয়াস রহঃ এর রেখে যাওয়া উসুলের উপর থেকে সরে যাচ্ছে এবং ফেতনার মুখে পতিত হচ্ছে ,ফলে অদূর ভবিষ্যতে এটি উম্মতের জন্য নতুন কোন ফেতনা হয়ে দাঁড়ায় কিনা!
ইদানীং কতক মজবুত এমনকি পুরাতন মুরুব্বী পর্যায়ের তাবলিগ ওয়ালাদের কথাবার্তা ও কর্মকান্ডে শঙ্কাটি আরো ঘনিভূত হচ্ছে ৷তাদের কথাবার্তা ও কর্মকান্ডে মনে হয় তাদের তাবলীগ করার মুল উদ্দেশ্য দীন নয়, বরং প্রচলিত পদ্ধতি প্রতিষ্ঠাই তাদের মুল উদ্দেশ্য ৷ যার নমুনা হলো এই , তাবলিগের প্রচলিত পদ্ধতির বাহিরে আপনি যতই বড় এবং গুরুত্বপুর্ন দীনী তাকাজা নিয়ে আসেন না কেন তারা তাতে তো অংশগ্রহন করবেই না এমনকি তারা সেটাকে দীনী কাজ বলে স্বিকার করতেও প্রস্তুত না ৷ চাই সেটা কোরান শিক্ষার প্রগ্রাম হোক কিংবা দীনী কোন মাহফিল হোক ৷ আজ এর একটি নিকৃষ্ট ও দুঃখজনক দৃষ্টান্ত স্থাপন হলো আমাদের মোমেনশাহীতে ৷ পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর মোমেনশাহীর উলামায়ে কেরামদের ঐতিহ্যবাহী সংগঠন ইত্তেফাকুল উলামা কতৃক গৃহিত বিভিন্ন কর্মসূচির মাঝে একটি ছিল মাস ব্যাপী মসজিদ ভিত্তিক তাফসীরুল কোরান মাহফিল ৷ রমজানের শুরুতেই একর্মসূচি বাস্তবায়নের লক্ষে শহরের ২১টি মসজিদকে সেন্টার ঘোষনা করে মোমেনশাহী পৌর ইত্তেফাক তাফসীর মাহফিলের সিডিউল নির্ধারণ করে এবং হ্যান্ডবিল ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যপক প্রচারনা চালায় ৷ সে মুতাবিক আজ শহরের কলেজ রোড মসজিদে তাফসিরের প্রগ্রাম ছিল ৷ যেখানে আলোচক ছিলেন শহরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগন ৷ এবং তা বাস্তবায়নে বিগত দুদিন যাবত এলাকাবাসীর উদ্যোগে হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে প্রচারনাও চালানো হয় ৷ আপনারা জেনে অবাক হবেন! আমার লিখতে হাত কাঁপছে, আজকে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও মাহফিল টি পন্ড হয়ে যায় শুধুমাত্র স্থানীয় তাবলীগওয়ালাদের বাধার কারনে ৷ সাপ্তাহিক কোন গাশত নয়, আগত একটি জামাতের গাশত পরবর্তী ইমান আমলের বয়ানের অজুহাতে এসমস্ত আয়োজন পন্ড করে দেয় তারা ৷
এতদিন শুনতাম এবং লিখতাম যে স্থানীয় আওমীলিগের বাধায় তাফসীর মাহফিল পন্ড ৷ কিন্তু আফসোস, আজকে আমাকে লিখতে হচ্ছে "তাবলিগওয়ালাদের বাধায় তাফসীর মাহফিল পন্ড" ৷ এটাই কি সেই তাবলীগী মেহনত যা দেওবন্দের সূর্য সন্তান মাওঃ ইলিয়াস রহঃ আমাদের কাছে রেখে গেছেন!! তার রেখে যাওয়া পবিত্র আমানতের একি দুরাবস্থা!! আমরা কি নতুন কোন সংকটে পরতে যাচ্ছি?
আমার যতদুর জানা আছে যে তাবলীগের উসুল হলো, যদি কোন জামাত কোন মসজিদে যায় আর জমাতের এজতেমায়ী আমলের সময় ওই মসজিদে কোন আমল জারি থাকে তাহলে এজতেমায়ী আমল রেখে মসজিদের আমলে শরিক হওয়া ৷ কিন্তু আজকে কোন উসুলের ভিত্তিতে তারা উলামায়ে কেরাম আহুত তাফসীর মাহফিল করতে দিলনা? সেটা আমার বুঝে আসছেনা ৷ তাবলিগে এখনো অনেক সাথি আছেন, উলামায়ে কেরাম আছেন যারা নাকি এ'তেদালের সাথে তাবলিগ করে থাকেন ৷ তাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানী করে এই কাজটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান ৷ উম্মতকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করুন ৷ আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন ৷ আমীন ৷
আমার যতদুর জানা আছে যে তাবলীগের উসুল হলো, যদি কোন জামাত কোন মসজিদে যায় আর জমাতের এজতেমায়ী আমলের সময় ওই মসজিদে কোন আমল জারি থাকে তাহলে এজতেমায়ী আমল রেখে মসজিদের আমলে শরিক হওয়া ৷ কিন্তু আজকে কোন উসুলের ভিত্তিতে তারা উলামায়ে কেরাম আহুত তাফসীর মাহফিল করতে দিলনা? সেটা আমার বুঝে আসছেনা ৷ তাবলিগে এখনো অনেক সাথি আছেন, উলামায়ে কেরাম আছেন যারা নাকি এ'তেদালের সাথে তাবলিগ করে থাকেন ৷ তাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানী করে এই কাজটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান ৷ উম্মতকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করুন ৷ আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন ৷ আমীন ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন