সাহাবীদের জীবনী পড়লে নিজকে এত নিচু মনে হয় কি বলবো তারা কেমন ছিল ( ?) ! আমার তো মনে হয় শুধু আল্লাহ্ নয় সমস্ত মাখলুকও তাদের আমল দেখে খুশী হয়ে যেত ''আল্লাহু আকবার''''
নিচে একটি ঘটনা একটু আগে পড়লাম এবং সেয়ার করলাম ।।
অভাব-অনটনের মাধ্যমে জীবন যাপন করাকে প্রাধান্য দেওয়ার বিরল দৃষ্টান্তে সাহাবী হযরত সায়ীদ বিন আমের আল জুমাহী (রা:
১ম ঘটনা: হযরত উমর (রা:) এর খেলাফত কালে তিনি (উমর) হযরত যয়ীদ বিন আমের আল জুমাহী (রা:) কে হিমসের গভর্নর করে পাঠালেন। কিছুদিন পর হিমসের একটি প্রতিনিধি দল ওমর (রাঃ) এর সাথে সাক্ষাৎ করে অভাবী লোকদের একটি তালিকা দিলেন। সেই তালিকায় সায়ীদ বিন আমের নাম দেখে ওমর (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ
“কে এই সায়ীদ বিন আমের? উত্তরে তারা বললেন হ্যাঁ “তিনি আমাদের গভর্নর।” একথা শুনে হযরত ওমর (রাঃ) আশ্চার্যান্বিত হলেন এবং আবার প্রশ্ন করলেনঃ “আমাদের গভর্নর কি অভাবী?” তারা বললেনঃ “নিশ্চয়ই। আলাহর শপথ! আমরা স্যা দিচ্ছি যে, আমাদের গভর্নরের পরিবারে দীর্ঘ সময় এমনও অতিবাহিত হয় যখন তাদের রান্না করার কিছুই থাকেনা এবং চুলায় আগুন জ্বলে না।” এ কথা শুনে ওমর (রাঃ) এর চোখের পানিতে দাঁড়ি মোবারক ভিজে গেল। (হায়াতুস সাহাবা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন