বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

আহলে হাদীস বা লা-মাযহাবীদের প্রতি কয়েকটি প্রশ্নঃ-


১। কোরআন-হাদীসের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, এটা আল্লাহর বাণী না রাসূলের বাণী ?
২। বুখারী শরীফে কি সর্বদা সীনার উপরে হাত বাঁধার হাদীস আছে । থাকলে হাওয়ালা দিন ।
৩। বুখারী শরীফে কি গরু-মহিষের দুধ খাওয়ার কথা আছে ? যদি না থাকে, তো আপনারা খান কেন ?
৪। আহলে হাদীসরা বলেন, আয়েশা রাঃ থেকে বর্ণিত হাদীস (১/২২৯)দ্বারা প্রমানিত যে, তারাবীহ-তাহাজ্জুদ একই      নামায । কিন্তু ইমাম বুখারী রঃ রমযান মাসে তারাবীর পরে তাহাজ্জুদও পড়তেন । তিনি কি হাদীসের বিরোধিতা করতেন 
৫। অশিক্ষিত বা জেনারেল শিক্ষিত সকলের জন্যই প্রত্যেক মাসালার পরিপূর্ণ দলীল সম্পর্কে অবগত হওয়া ফরজ না ওয়াজিব ? ছহী হাদীসের আলোকে জওয়াব দিন ।
৬। কোন কোন লা-মাযহাবী বলে শয়তান কেয়াস করেছিল, যে রকম মুজতাহদীন করে । তাহলে কোরআন-হাদীদের আলকে বলুন, শয়তান কি বাস্তবেই মুজতাহিদ ছিল ? 
বিঃ দ্রঃ যদি কোন ব্যক্তি কোরআন-হাদীসের আলোকে এ প্রশ্নগুলোর কোন গ্রহণযোগ্য কোন উত্তর দিতে পারে, তাহলে আমিও আহলে হাদীসে যোগদান করব । আর যদি না পারে তাহলে কী হবে, এ বিচার আপনাদের হাতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন