আহলে সুন্নাতের কয়েকজন যুবক আহলে হাদীসের কয়েকজন আলেমকে বলল, কালেমায়ে তাইয়্যেবা “ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ হুবহু এভাবে , একসাথে কোরআন কিংবা সহী হাদীস থেকে দেখান, যে হাদীসে রাসূল সঃ এ কালেমা সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন ও উম্মাতকে শিখানোর নির্দেশ দিয়েছেন । অন্যথায় আপনারা ঘোষনা করুন বা লিখে দিন যে , এ কালেমা ভুল । তাদের একজন বলল, মূলত কালেমায়ে তাইয়্যেবা পতাকায় লেখার জন্য । আর কালেমায়ে শাহাদাৎ পড়ার জন্য ।কথাটি যুবকদের একজন কাগজে লিখে নিয়ে বলল, আপনি এমন কোন হাদীস লিকে দিন যার দ্বারা আপনার কথাটি প্রমাণিত হয় । আর যদি এ মর্মে কোন হাদীস না থাকে , তাহলে এটা আপনাদের নিজস্ব মত । আপনারা যেখানে সরাসরি ওহী নয় , রাসূল সঃ এর এমন বানী পর্যন্ত গ্রহন করতে প্রস্তুত নন । সেখানে আমরা কিভাবে আপনাদের মত গ্রহন করব ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন