আল্লামা রুমী রহ.
এক ব্যক্তি বিশ্বনবী মুহাম্মাদ সা.এর নাম মোবারক মুখ বাঁকা করে তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করল। খোদার কুদরতের কি কারিশমা! সে যেভাবে মুখ বাঁকা করল তার মুখটা সেভাবে বাঁকাই রয়ে গেল।
অতঃপর সে রাসূল সা. এর
দরবারে ক্ষমা চাওয়ার জন্য গেল এবং বলল, হুযুর! আমাকে ক্ষমা করে দিন।
আল্লামা রুমী রহ. জাতিকে বলছেন, আল্লাহ পাক যাকে অপদস্থ করতে চান তাকে পবিত্র ব্যক্তিদেরকে মন্দ বলার দিকে ধাবিত করে দেন।
আর আল্লাহ তা’আলা যাঁর দোষত্রুটি গোপন রাখতে ইচ্ছা করেন তাঁকে মন্দ ব্যক্তিদের দোষের উপর কথা না বলার তৌফিক দান করেন।
যখন মাওলায়ে পাক আমাদের উপর দয়া করতে চান তখন তিনি আমাদের মনের চাওয়া মালিকের দরবারের “আহও যারী”র দিকে করে দেন।
-------------------------------------------------------------------------
ঐ আঁখি শীতল হোক যা মাহবুবে হাকীকী (আল্লাহ পাকে)র তরে অশ্রু ঝরে।
ঐ মন শুভ হোক যা আল্লাহর প্রেমের আগুনে সিক্ত।
--------------------------------------------------------------------------
ওহে দুনিয়ার মানুষ! মনে রেখো
যেখানে বৃষ্টি হয় সেখানে ফসল হয় এমনিভাবে যেখানে অশ্রু থাকে সেখানে আল্লাহর রহমত উথলিয়ে উঠে। হাদীস শরীফে আছে আল্লাহ পাকের দরবারে দুই ধরণের অশ্রু অনেক প্রিয়। এক. যে অশ্রু খোদার ভয়ে প্রবাহিত। দুই. যে অশ্রু খোদার রাহে প্রবাহিত।
-------------------------------------------------------------------------------
যখন সে ব্যক্তি নিজ গুনাহের উপর লজ্জিত হয়ে তাওবা করল তখন দয়ার নবী,মায়ার নবী সা. তাকে ক্ষমা করে দিলেন।
-----------
দরবারে ক্ষমা চাওয়ার জন্য গেল এবং বলল, হুযুর! আমাকে ক্ষমা করে দিন।
আল্লামা রুমী রহ. জাতিকে বলছেন, আল্লাহ পাক যাকে অপদস্থ করতে চান তাকে পবিত্র ব্যক্তিদেরকে মন্দ বলার দিকে ধাবিত করে দেন।
আর আল্লাহ তা’আলা যাঁর দোষত্রুটি গোপন রাখতে ইচ্ছা করেন তাঁকে মন্দ ব্যক্তিদের দোষের উপর কথা না বলার তৌফিক দান করেন।
যখন মাওলায়ে পাক আমাদের উপর দয়া করতে চান তখন তিনি আমাদের মনের চাওয়া মালিকের দরবারের “আহও যারী”র দিকে করে দেন।
-------------------------------------------------------------------------
ঐ আঁখি শীতল হোক যা মাহবুবে হাকীকী (আল্লাহ পাকে)র তরে অশ্রু ঝরে।
ঐ মন শুভ হোক যা আল্লাহর প্রেমের আগুনে সিক্ত।
--------------------------------------------------------------------------
ওহে দুনিয়ার মানুষ! মনে রেখো
যেখানে বৃষ্টি হয় সেখানে ফসল হয় এমনিভাবে যেখানে অশ্রু থাকে সেখানে আল্লাহর রহমত উথলিয়ে উঠে। হাদীস শরীফে আছে আল্লাহ পাকের দরবারে দুই ধরণের অশ্রু অনেক প্রিয়। এক. যে অশ্রু খোদার ভয়ে প্রবাহিত। দুই. যে অশ্রু খোদার রাহে প্রবাহিত।
-------------------------------------------------------------------------------
যখন সে ব্যক্তি নিজ গুনাহের উপর লজ্জিত হয়ে তাওবা করল তখন দয়ার নবী,মায়ার নবী সা. তাকে ক্ষমা করে দিলেন।
-----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন