হাদীসের সঙ্গা সম্পর্কে এক আহলে হক্ব এক আহলে হাদীসের আলেমকে বললেন, আপনি হাদীসের সঙ্গা বলেন ।
তিনি বললেন, রাসূল (সঃ) এর কথা ,কাজ ও সম্মতিকে হাদীস বলে ।আহলে হক্ব বললেন, আপনি কোরআনের এমন কোন আয়াত বা এমন কোন হাদীস পড়েন , যার অনুবাদ আপনি যে সঙ্গা করেছেন , তার হুবহু অনুরূপ । তিনি বললেন, এমন কোন আয়াত বা হাদীস নেই ।আহলে হক্ব বললেন, তাহলে আপনি এ সঙ্গা কোথায় পেলেন ? তিনি বললেন, মুহাদ্দিসীন এ রকম বলেছেন । আহলে হক্ব বললেন, আপনাদের নীতিতে তো কারো তাকলিদ করা শিরক ! তাহলে আপনি মুহাদ্দিসীনের তাকলিদ করলেন কেন ? নাকি এমন কোন হাদীস আছে, যা এ কথার প্রমান বহন করে যে,ফুকাহার তাকলিদ শিরক আর মুহাদ্দিসীনের তাকলিদ শিরক নয় ?তিনি বললেন, এমন কোন হাদীস নেই ।আহলে হক্ব বললেন, আপনাদের মতে তাকলিদ হল শিরক । সুতরাং আপনি যেহেতু মুহাদ্দিসীনের তাকলিদ করেছেন । তার মানে আপনিও শিরক করেছেন । এ শিরক থেকে আপনাকে তওবা করতে হবে এবং আপনার বিবাহও দোহরাতে হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন