বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

জান্নাতী কারা ???

চৌদ্দশত বছর ধরে কোটি কোটি মানুষ মাযহাব অনুসরণ করে আসছে, তারা সবাই কি ভুলের মাঝে ছিল ? সবাই কি জাহান্নামী ? আর ইংরেজদের এই দাড় করানো আহলে হাদীস, ইংরেজদের চাটুকার, আর তাদের পেনশনভোগী, তাদের ভক্তি আর প্রশংসায় গদগদ এই আহলে হাদীসের সামান্য কিছু লোকই কেবল জান্নাতী ? তাহলে তারা আল্লাহর থেকে জান্নাতের ঠিকাদারী নিয়ে রেখেছে ? কখ্যনোও নয় । আল্লাহর জান্নাত আল্লাহ তার সকল মুমিন ও সৎকর্মশীল বান্দাদের জন্য বানিয়ে রেখেছেন । হাদীস শরীফে কাওকে কাফির বলার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে । এমনকি বলা হয়েছে, কোন ব্যক্তিকে যদি কাফির বলা হয়, আর তার মাঝে কুফূরীর কোন আলামত না থাকে, তাহলে ওই কথাটা যে বলবে, তার উপরেই ঘুরে এসে পতিত হবে । অর্থাৎ সে নিজেই কাফির বলে গন্য হবে । ফতোয়ার কিতাবে বলা হয়েছে, কারো কোন বিষয়ে যদি ৯৯টি কুফূরীর দিক পাওয়া যায়, আর একটা মাত্র ঈমানের দিক পাওয়া যায় । তাহলে তার ঈমানের দিকের প্রতি লক্ষ্য করে তার প্রতি ভাল ধারণা পোষন করতে হবে । তাথাপি তাকে কাফির বলা জায়েয হবে না । অথচ লক্ষ্য করুন এই লা-মাযহাবীদের দিকে । এরা সারা দুনিয়ার মুসলমানকে কাফির বলার জন্য উৎসুক হয়ে থাকে । তাদের জনৈক মুফতী যিনি নাকি লাখ লাখ হাদীস মুখস্থ আছে বলে দাবী করেন, তিনি একদিন আহলে হাদীসের এক সভায় বললেনঃ হানাফীরা সব কাফির । কিয়ামতের দিন ৭৩টি দল হবে, তন্মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে । আর এক দল যাবে জান্নাতে । সে জান্নাতী দল হলাম আমরা আহলে হাদীসগন । অর্থাৎ তার দৃষ্টিতে চার মাযহাবের অনুসারী দেড়শ কোটি মুসলমান সকলেই কাফির ও জাহান্নামী । একজন মুফতীর পক্ষে এ ধরনের ফতোয়া প্রদান করা সত্যিই বিস্ময়ের ব্যাপার ছাড়া আর কিছুই নয় । আরো শ্মরণীয় যে, তিনি এখানে নিজেকে দোষ মুক্ত রাখার জন্য গুনিয়াতুত্তালিবীন নামক কিতাবের উদ্ধৃতি দিয়েছেন, যে কিতাবে তাহরীফ করা হয়েছে । তার কাছে আমার প্রশ্ন যে, গুনিয়াতুত্তালিবীন কি কোন ফতোয়ার কিতাব ? নাকি কোন হাদীসের কিতাব ?
আজ দু’শ বছর যাবত তারা এই উপমহাদেশে ফেতনা সৃষ্টি করে রেখেছে । নানাভাবে তারা মানুষকে বিভ্রান্ত করে চলেছে । আমাদের উলামায়ে কেরাম তাদের মুকাবেলা করেছেন । কিন্তু কখনো কেও তাদেরকে কাফির বা জাহান্নামী বলেন নি । অথচ তারা কথায় কথায় মাযহাবপন্থিগনকে কাফির বলে ফতোয়া ঝাড়ে । সকল মাযহাবপন্থিগনকে কাফির বলে ফতোয়া দেয়াটাই তাদের ভ্রান্তি ও গোমরাহীর বড় প্রমান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন