বুধবার, ২৯ জুলাই, ২০১৫

ছবিটা হতভাগা ইয়াকুম মুমিনের স্ত্রী মোসাঃ রিহানের


ইন্ডিয়ার সেই ইয়াকুব মুমিনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েই ছাড়লো হিন্দুত্ববাদী দেশ ইন্ডিয়ার আদালত.. ২১ বছর আগে সেই মুম্বাই বিস্ফোরণের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করে কিভাবে যেন তাকেই মাষ্টারমাইন্ড এবং মুল আসামি বানিয়ে সেই মুসলিম ইস্যূতে গুজরাট দাঙ্গা বাধিয়ে কয়েক লাখ মুসলমানকে হত্যা করা হয়েছিলো.. যেই হত্যার রক্তের ঘ্রাণ এখনও মোদির হাত থেকে যায়নি.. এখন মাষ্টারমাইন্ড আখ্যা দিয়ে ইয়াকুব মুমিনকে ফাঁসিতে ঝুলানো হলোই!
'
'
ওনার স্ত্রী রিহান এবং একমাত্র মেয়ে জুবাইদার একটাই মাত্র আর্জি ছিলো যে,
আমার স্বামী এবং আমার বাবা আসলেই অপরাধী নন তাই ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবনের সাজা দেয়া হোক.. অন্তত মাঝে মাঝে দেখতে তো একটু পারবো ! কিন্তু সেই দাবিটুকুও রক্ষা করা হয়নি।
'
'
রক্তমাখা ঐ মোদির হাত হয়ত এ ধরায় বেঁচে যাবে.. কিন্তু ওপারের শাস্তি কেউ রুখতে পারবে না বলে দিলাম।
'
পরিশেষে,
রিহান আম্মি এবং যুবাইদা আপি আপনাদের জন্য প্রতিবেশি দেশের এক ছেলে এবং ভাইয়ের হৃদয় আকুতিটা জানাচ্ছি,
'
২২টি বছর ওনাকে ছাড়া কাঁটিয়েছেন.. জায়নামাজে বসে ওনার জন্য দোয়া করেছেন..
রিহান আম্মি? আপনি একটা দৃষ্টান্তও স্থাপন করেছেন.. এই ২২ বছরেও আপনি স্বামীর অবাধ্য হননি.. তার আমানত যুবাইদাকে লালন পালন করেছেন পরম যত্নে.. ইনশাআল্লাহ আখেরাতে আল্লাহ তায়ালা আপনাকে এর উত্তম প্রতিদান অবশ্যই দিবেন.. এই ২২ বছরের বিরহ বেদনার অবসান ঘটবেই .. জালিমের আদালতের এই শাস্তি ওনাকে শাহাদাতের মর্যাদায় উন্নিত করবে ইনশাআল্লাহ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন