প্রেম করলে সেক্স করা স্বাভাবিক। এতে অপরাধ বোধের কিছু নেই। তুমি এক ছেলের সাথে সেক্স করে আরেক ছেলেকে বিয়ে করলে এটা কোন বাঁধা হয়ে দাঁড়াবে না। বিষয়টা তুমি স্বামীর কাছে কীভাবে তুলে ধরছ তার উপর নির্ভর করছে।" সারা যাকের, প্রথম আলো পত্রিকা।
ইতো পূর্বে প্রথম আলো জব সাইটের মাধ্যমে তারা মেয়েদের চাকরী দেয়ার নামে পতিতার বিজ্ঞাপন দিয়েছিলো। সে সময়ে এ ব্যাপারে লেখায় অনেকে দ্বিমত করেছিলেন। কেউ কেউ প্রথম আলো এটা করে নি বলে প্রমাণের জন্য উঠে পরে লেগেছিলেন। অথচ এটা যে প্রথম আলোর মিশন তা আজ আর অস্বীকার করার কোনো উপায় নেই।
আল্লাহ তাদের মিশনকে ধ্বংস করুন।
লিখেছেন মাই নেম ইজ খান
লিখেছেন মাই নেম ইজ খান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন